অমিতাভ বচ্চনের উড়ানে সমস্যা, যান্ত্রিক ক্রুটির কারণে ফের বিমানবন্দরে ফিরল বিমান
Last Updated:
অমিতাভ বচ্চনের উড়ানে সমস্যা ৷ ৯.১৫ নাগাদ জেট এয়ারওয়েজের 9W472 উড়ানে মুম্বই ফিরে যাওয়ার কথ ছিল বিগ বি-র ৷
#কলকাতা: অমিতাভ বচ্চনের উড়ানে সমস্যা ৷ ৯.১৫ নাগাদ জেট এয়ারওয়েজের 9W472 উড়ানে মুম্বই ফিরে যাওয়ার কথ ছিল বিগ বি-র ৷
উড়ান টেক অফ করার পরই সমস্যা দেখা দেয় ৷ বিমানের নিচ থেকে তরল পদার্থ বেরোতে দেখা যায় ৷ ঘটনার কথা পাইলটকে জানায় বিমান ক্রু মেম্বাররা ৷ পাইলট যোগাযোগ করে ATC কলকাতার সঙ্গে ৷ ফের বিমানবন্দরে ল্যান্ড করে বিমানটি ৷ প্রয়োজনীয় মেরামতি শেষে ফের টেক অফ করে ৷ ১০-৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি ৷
advertisement
শুক্রবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনে শহরে আসেন বলিউডের শাহেনশাহ ৷ শুক্রবার সূচনা হয় ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন৷ উপস্থিত ছিলেন শাহরুখ খান-পরিণীতি চোপড়া, অজয় দেবগন ও কাজল ৷ ১৮ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব ৷ নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরাও ৷ উদ্ধোধনী অনুষ্ঠানের পর এদিন তার মুম্বই ফিরে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু বিমানে উড়ার পর তাতে যান্ত্রিক ক্রুটি দেখা দেওয়ায় বিমানবন্দরে ফিরিয়ে আনতে হয় হিমান ৷ এরপর মেরামতির করার পরই মুম্বইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় বিমান ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2016 12:27 PM IST