Priyanka Tibrewal| Bhabanipur| ধাঁধায় ফেলছেন প্রিয়াঙ্কা, প্রচার সারছেন গোপনে, কেন এই স্ট্র্যাটেজি, ফাঁস করলেন দিলীপ ঘোষ

Last Updated:

Priyanka Tibrewal| Bhabanipur| কেন সংবাদমাধ্যমকে ডাকলেন না প্রিয়াঙ্কা টিবরেওয়াল, কেন নীরবেই প্রচার সারলেন? রহস্য যখন ঘনাচ্ছে তখন ব্যাট ধরলেন দিলীপ ঘোষ।

প্রচারে নতুন কৌশল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের।
প্রচারে নতুন কৌশল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের।
#কলকাতা: কথা ছিল বিশ্বকর্মা পুজোর দিন সকালে ভোটের প্রচার সারবেন ভবানীপুরের (Bhabanipur) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। সেই মতো প্রস্তুতিও ছিল সংবাদমাধ্যমর।হঠাৎই প্রিয়াঙ্কার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কর্মসূচি বাতিল। কেন প্রিয়াঙ্কা হঠাৎ কর্মসূচি বাতিল করলেন এই নিয়ে জল্পনার মধ্যেই প্রিয়াঙ্কার বিকেলে আবার নিজেই জানিয়ে দিলেন কর্মসূচি আংশিক ভাবে হলেও হয়েছে। দৃষ্টির আড়ালে থেকেই  বরং নির্দিষ্ট কিছু কর্মসূচি ছেড়েছেন তিনি। সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা জানান, ব্যক্তিগতভাবে কিছু জায়গায় তিনি প্রচারে গিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন, কেন সংবাদমাধ্যমকে ডাকলেন না প্রিয়াঙ্কা, কেন নীরবেই প্রচার সারলেন? রহস্য যখন ঘনাচ্ছে তখন ব্যাট ধরলেন দিলীপ ঘোষ।
এদিন ইকো পার্কে ভবানীপুরে গোপন প্রচারের ব্যাখ্যা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গোপন প্রচার মানে কর্মীদের বাড়িতে যাওয়া। আবাসনে প্রচার করা। বিষয়টি জানাজানি হলে তৃণমূল কর্মীরা এসে হুমকি দিচ্ছে বলে তাঁর অভিযোগ।
advertisement
দিলীপ ঘোষ বলেন, পরিকল্পনা করে বিজেপির বহু কার্যকর্তা বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রচার করছেন। ভোটের আগে বহু হিন্দিভাষী ও অবাঙালি আবাসনগুলিতে গিয়ে তৃণমূল অত্যাচার চালিয়ে ছিল। গাড়ি ভাঙচুর করেছিল। আমরা আর তা চাইনা। তা এড়াতেই বিজেপির এই পদক্ষেপ। এই নিয়ে নানান পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান তিনি। সাধারণ ভাবে তারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছেন।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা এর আগে তৃণমূলের সক্রিয় কর্মীদের কাছে ভোট চাইতে গিয়েছিলেন। সূত্রের খবর, ৭০  নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম ঘোষের বাড়িতে তিনি ভোট চাইতে যান। সে সময়ে অসীমবাবু বাড়িতে ছিলেন না। প্রিয়াঙ্কা তাঁর স্ত্রীর কাছে ভোট চেয়ে আসেন।
আবার দেবব্রত রায় নামক এক তৃণমূল কর্মীর কাছেও ভোট চাইতে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সঙ্গে বাদানুবাদে দেবব্রত নামক এই ব্যক্তি এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা শহরের নিরাপদ তা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দক্ষতার সার্টিফিকেট দিতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Tibrewal| Bhabanipur| ধাঁধায় ফেলছেন প্রিয়াঙ্কা, প্রচার সারছেন গোপনে, কেন এই স্ট্র্যাটেজি, ফাঁস করলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement