Bhabanipur By Election| BJP Game Plan| নজর হাই-রাইজ ভোটে! মমতার সঙ্গে লড়তে এই 'সিক্রেট' স্ট্র্যাটেজি বিজেপির!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Bhabanipur By Election| BJP Game Plan| বাঘের ঘরে লড়াই। ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে যে মাস্টারপ্ল্যান সাজাল বিজেপি, তা খতিয়ে দেখলেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।
advertisement
সাধারনত নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে অনেকটাই উদাসীন থাকে তথাকথিত উচ্চবিত্ত ভোটাররা, ভোটদানের ক্ষেত্রে সেই অনীহা কাটানোই এবার বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। ভবানীপুর কেন্দ্রে ৮ টি ওয়ার্ড মিলিয়ে বড় আবাসন কমপ্লেক্স এবং হাইরাইজের সংখ্যা বেশি। সেখানকার বাসিন্দাদের মন পেতে এবার নতুন দাওয়াই গেরুয়া ব্রিগেডের।
advertisement
নির্বাচনী প্রচারে অভিজাত আবাসন কমপ্লেক্সগুলোতে সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায় না, আর তাই এবার টেলি কলিং এই যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগে বিজেপি। বিজেপি সূত্রে খবর, হেস্টিংসের রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয়ে তৈরি হয়েছে টেলি কলিং ইউনিট। ওয়ার্ড পিছু মোট তিনজন করে টেলিকলার কে নিযুক্ত করা হয়েছে, যারা এই অভিজাত আবাসন গুলির বাসিন্দাদের ফোনে প্রচার এর দায়িত্বে থাকবেন। মোট আটটি ওয়ার্ডে টেলি কলিং এর দায়িত্বে রয়েছেন ২৪ জন টেলিকলার।
advertisement
advertisement
advertisement
advertisement