Bhabanipur By Election| BJP Game Plan| নজর হাই-রাইজ ভোটে! মমতার সঙ্গে লড়তে এই 'সিক্রেট' স্ট্র্যাটেজি বিজেপির!

Last Updated:
Bhabanipur By Election| BJP Game Plan| বাঘের ঘরে লড়াই। ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে যে মাস্টারপ্ল্যান সাজাল বিজেপি, তা খতিয়ে দেখলেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।
1/7
উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয় হাসিল করতে মরিয়া বিজেপি শিবির। আরও বেশি ভোট পেতে নয়া স্ট্রাটেজিতে মন দিয়েছেন রাজ্য নেতারা। এবার নজরে হাই রাইজ ভোটাররা। কোন মন্ত্রে আরও বেশি ভোট? ইতিমধ্যেই সেই রণনীতি তৈরি হয়েছে দলের অন্দরে।
উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয় হাসিল করতে মরিয়া বিজেপি শিবির। আরও বেশি ভোট পেতে নয়া স্ট্রাটেজিতে মন দিয়েছেন রাজ্য নেতারা। এবার নজরে হাই রাইজ ভোটাররা। কোন মন্ত্রে আরও বেশি ভোট? ইতিমধ্যেই সেই রণনীতি তৈরি হয়েছে দলের অন্দরে।
advertisement
2/7
সাধারনত নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে অনেকটাই উদাসীন থাকে তথাকথিত উচ্চবিত্ত ভোটাররা, ভোটদানের ক্ষেত্রে সেই অনীহা কাটানোই এবার বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। ভবানীপুর কেন্দ্রে ৮ টি ওয়ার্ড মিলিয়ে বড় আবাসন কমপ্লেক্স এবং হাইরাইজের সংখ্যা বেশি। সেখানকার বাসিন্দাদের মন পেতে এবার নতুন দাওয়াই গেরুয়া ব্রিগেডের।
সাধারনত নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে অনেকটাই উদাসীন থাকে তথাকথিত উচ্চবিত্ত ভোটাররা, ভোটদানের ক্ষেত্রে সেই অনীহা কাটানোই এবার বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। ভবানীপুর কেন্দ্রে ৮ টি ওয়ার্ড মিলিয়ে বড় আবাসন কমপ্লেক্স এবং হাইরাইজের সংখ্যা বেশি। সেখানকার বাসিন্দাদের মন পেতে এবার নতুন দাওয়াই গেরুয়া ব্রিগেডের।
advertisement
3/7
 নির্বাচনী প্রচারে অভিজাত আবাসন কমপ্লেক্সগুলোতে সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায় না, আর তাই এবার টেলি কলিং এই যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগে বিজেপি। বিজেপি সূত্রে খবর, হেস্টিংসের রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয়ে তৈরি হয়েছে টেলি কলিং ইউনিট। ওয়ার্ড পিছু মোট তিনজন করে টেলিকলার কে নিযুক্ত করা হয়েছে, যারা এই অভিজাত আবাসন গুলির বাসিন্দাদের ফোনে প্রচার এর দায়িত্বে থাকবেন। মোট আটটি ওয়ার্ডে টেলি কলিং এর দায়িত্বে রয়েছেন ২৪ জন টেলিকলার।
নির্বাচনী প্রচারে অভিজাত আবাসন কমপ্লেক্সগুলোতে সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায় না, আর তাই এবার টেলি কলিং এই যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগে বিজেপি। বিজেপি সূত্রে খবর, হেস্টিংসের রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয়ে তৈরি হয়েছে টেলি কলিং ইউনিট। ওয়ার্ড পিছু মোট তিনজন করে টেলিকলার কে নিযুক্ত করা হয়েছে, যারা এই অভিজাত আবাসন গুলির বাসিন্দাদের ফোনে প্রচার এর দায়িত্বে থাকবেন। মোট আটটি ওয়ার্ডে টেলি কলিং এর দায়িত্বে রয়েছেন ২৪ জন টেলিকলার।
advertisement
4/7
ভবানীপুর কেন্দ্রের প্রায় ২ লক্ষ ৬২ হাজার ভোটারের নাম, নম্বর ডেটাবেসে যুক্ত করা হয়েছে। যাদের প্রত্যেককেই ফোন করবেন এই টেলিকলাররা।
ভবানীপুর কেন্দ্রের প্রায় ২ লক্ষ ৬২ হাজার ভোটারের নাম, নম্বর ডেটাবেসে যুক্ত করা হয়েছে। যাদের প্রত্যেককেই ফোন করবেন এই টেলিকলাররা।
advertisement
5/7
আবাসনের বাসিন্দাদের নির্ভয়ে ভোট দান নিশ্চিত করতেও থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর, যেখানে সম্পর্ক করতে পারবেন ভোটাররা। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ হলে সরাসরি এই বিষয়ে ব্যবস্থা নেবে বিজেপি নেতৃত্ব।
আবাসনের বাসিন্দাদের নির্ভয়ে ভোট দান নিশ্চিত করতেও থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর, যেখানে সম্পর্ক করতে পারবেন ভোটাররা। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ হলে সরাসরি এই বিষয়ে ব্যবস্থা নেবে বিজেপি নেতৃত্ব।
advertisement
6/7
আবাসনের বাইরে কোনও সমস্যা তৈরি হলে ওয়ার্ড ভিত্তিক দায়িত্বে থাকা আইনজীবীরা যোগাযোগ করবেন পুলিশের সঙ্গে, যোগাযোগ করা হবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও।
আবাসনের বাইরে কোনও সমস্যা তৈরি হলে ওয়ার্ড ভিত্তিক দায়িত্বে থাকা আইনজীবীরা যোগাযোগ করবেন পুলিশের সঙ্গে, যোগাযোগ করা হবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও।
advertisement
7/7
ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। ভবানীপুরে ও এই অভিযোগে সরব হয়েছে তারা, এর মধ্যেই এই স্ট্রাটেজি গুলি নিয়ে আপাতত অভিজাত ও আবাসন গুলির ভোট দখল করতে চাইছে গেরুয়া শিবির।
ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। ভবানীপুরে ও এই অভিযোগে সরব হয়েছে তারা, এর মধ্যেই এই স্ট্রাটেজি গুলি নিয়ে আপাতত অভিজাত ও আবাসন গুলির ভোট দখল করতে চাইছে গেরুয়া শিবির।
advertisement
advertisement
advertisement