Priyadarshini Mullick: বাবা হাসপাতালে, জ্যোতিপ্রিয়-কন্যা এলেন ED দফতরে! বেরোনোর সময় ঘটল অবাক কাণ্ড

Last Updated:

Priyadarshini Mullick: ইডি দফতরে নথি জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছুটা মেজাজই হারিয়ে ফেললেন রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী।

ইডি দফতরে মন্ত্রী কন্যা
ইডি দফতরে মন্ত্রী কন্যা
কলকাতা: ইডির হাতে গ্রেফতার হয়ে তাঁর বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ছাড়লেই রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যাবেন ইডি হেফাজতে। এরই মাঝে ইডি দফতরে এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। কিছু ফাইল নিয়ে এ দিন সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। গোয়েন্দা সূত্র মারফত খবর, আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসাব দিতেই এ দিন ইডি দফতরে এসেছেন প্রিয়দর্শিনী।
এদিকে, ইডি দফতরে নথি জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছুটা মেজাজই হারিয়ে ফেললেন রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার বদলে ধাক্কাধাক্কি করেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।
advertisement
তবে, এদিন ইডি দফতরে বেশিক্ষণ ছিলেন না প্রিয়দর্শিনী। জানা গিয়েছে, মাত্র দশ মিনিট ছিলেন তিনি ইডি দফতরে। তারপরই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। তবে তাঁকে যখন বাইরে প্রশ্ন করা হয়, কী কারণে আজ সিজিও কমপ্লেক্সে এসেছেন তিনি, তা জানতে চাওয়া হলে কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে। সাংবাদিকদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি করেই গাড়িতে ওঠেন তিনি।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। তিন বছর তিনি সচিবের দায়িত্ব সামলাবেন বলে নির্দেশিকায় জানিয়েছিল স্কুল শিক্ষা দফতর। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে ছিলেন প্রিয়দর্শিনী। শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি গোয়েন্দারা। শেষমেশ গ্রেফতার করা হয় তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyadarshini Mullick: বাবা হাসপাতালে, জ্যোতিপ্রিয়-কন্যা এলেন ED দফতরে! বেরোনোর সময় ঘটল অবাক কাণ্ড
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement