#কলকাতা: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন একেবারে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন নয়া আইন নিয়ে কেন্দ্রকে তুলোধনা করছেন, এ হেন আবহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আগামী ১০ জানুয়ারি কলকাতায় আসছেন মোদি৷ সূত্রের খবর, রাতে তিনি থাকবেন রাজভবনে৷ পরের দিন ১১ জানুয়ারি কলকাতা পোর্টট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ তবে প্রধানমন্ত্রীর এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও খবর নেই৷
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কয়েক দিন আগেই দিল্লির রামলীলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷ সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরোধীতায় যখন প্রতিদিন আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিল্লিতে জনসভায় মমতাকে তীব্র কটাক্ষ করে মোদি বলেন, 'দিদি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনিই তো সংসদে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরব হয়েছিলেন কিছু বছর আগে৷ হঠাত্ পাল্টে গেলেন কেন?'
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মোদির মন্তব্য, 'আপনি কলকাতা থেকে সোজা রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন দিদি৷ রাজ্যবাসীর উপর ভরাস উঠে গেল? গদি আসে, যায়, ক্ষমতা আসে, যায়, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি কী করছেন, কাদের সমর্থন করছেন, সব দেশ দেখছে৷ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তো আপনিই সংসদে সরব হতেন এক সময়৷ কী হল, হঠাত্ বদলে গেলেন? আপনি তো মুখ্যমন্ত্রী৷ জনগণের নির্বাচিত৷ আপনি কী ভাবে সংসদকে অসম্মান করেন?'
পাল্টা মুখ্যমন্ত্রী ট্যুইটারে জবাব দেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মিল নেই৷ CAA-NRC নিয়ে আন্দোলনে সমমনোভাবাপন্ন দলগুলিকে একমঞ্চে আনতে চিঠিও দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Port Trust, Narendra Modi