Primary TET Scam: বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন, 'আগেই হওয়া উচিত ছিল' : বিচারপতি

Last Updated:

Primary TET Scam: Manik Bhattaacharya: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য।

মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য FILE Photo
মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য FILE Photo
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শতরূপা ভট্টাচার্য কারও কাছ থেকে কোনও টাকা নিয়েছেন এই মর্মে কোনও প্রমাণ ইডির কাছে নেই। আজ এই মন্ত্যব্য করেন বিচারপতি।
পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, “শতরূপা ভট্টাচার্যর পালিয়ে যেতে পারেন এবং নথি বিকৃত করতে পারেন এই মর্মে আশঙ্কাও প্রকাশ করেনি ইডি। ৭ জানুয়ারি অর্থাৎ যেদিন তিনি বিশেষ আদালতে জামিনের আবেদন জানান সেদিনই তার জামিন পাওয়া উচিত ছিল। এমনটাও আজ তাঁর পর্যবেক্ষণে বলেন বিচারপতি।
advertisement
advertisement
বিচারপতি তীর্থঙ্কর তাঁর নির্দেশনামায় একইসঙ্গে উল্লেখ করেন, “এই মামলার বিচার করতে গিয়ে বেশ কতগুলি জিনিস বিবেচনা করতে হয়েছে। যেমন এই মামলার সাজার মেয়াদ কত? সরাসরি কোনও ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন কিনা? তিনি তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং ইডি র সমনের ভিত্তিতে হাজিরা দিয়েছেন কিনা?
advertisement
আদালতে ইডি-র আইনজীবী এদিন জানান, ‘৭.৮৭ কোটি টাকা গোটা পরিবারের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে। ২০১৩ সাল থেকে চিন, জাপান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মিশর, ফ্রান্স-সহ একাধিক দেশ ভ্রমণ করেছেন শতরূপা ভট্টাচার্য ও তার পরিবার। এমনটাই দাবি ইডির।দুর্নীতির টাকাতেই এই বিদেশ ভ্রমণ করেছে এই পরিবার। দাবি ইডির। যোগ্য প্রার্থীরা যখন রাস্তায় বসে কাঁদছে তখন এরা বিদেশ ভ্রমণ করছে। ইনি লেডি ম্যাকবেথ। স্বামী ও ছেলের সঙ্গে প্রত্যক্ষভাবে এই দুর্নীতিতে যুক্ত।’ ‘সমাজের উত্তরণের জন্য সুশিক্ষা প্রয়োজন, আর এরা সেটাই ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছেন।’ সওয়াল ইডি’র।
advertisement
শতরূপা ভট্টাচার্য র আইনজীবীর পাল্টা সওয়াল, “নিম্ন আদালতে ইডি কোথাও জানায়নি কেন শতরূপা ভট্টাচার্যকে হেফাজতে রেখে বিচারপ্রক্রিয়া সংগঠিত করা প্রয়োজন। ১.৪৫ কোটি টাকা ইডি শতরূপা ভট্টাচার্যর কাছ থেকে বাজেয়াপ্ত করেছে। তাহলে এই টাকায় কী ভাবে বিদেশ ভ্রমণ করলেন শতরূপা? কতদিন তাকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে সেটাও বলতে পারছে না ইডি।- সওয়াল শতরূপার আইনজীবী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Scam: বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন, 'আগেই হওয়া উচিত ছিল' : বিচারপতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement