Primary TET Scam: মাথা ন্যাড়া করে প্রতিবাদ...‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা’! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বিজেপি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
অভিযোগ, দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন৷ দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার৷ কিন্তু পরে তাঁর চাকরিও আদালতের নির্দেশে বাতিল হয়৷
কলকাতা: মাথা ন্যাড়া করে প্রতিবাদ। গতকাল, শনিবার গান্ধি মূর্তির পাদদেশের এই ছবি শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে বঙ্গ বিজেপি শিবির বলছে, ‘‘বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমাপ্রার্থী। কারণ আমরাও তাঁদের সমস্যার এখনও পর্যন্ত সমাধান করে উঠতে পারিনি।’’
বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘মাথা ন্যাড়া করে প্রতিবাদের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনায় নিজে সরাসরি হস্তক্ষেপ করা। এই সরকারের আমলে মেধাকে মর্যাদা দিয়ে কোনও পরিছন্ন নিয়োগ সম্ভব নয়।’’ শমীক ভট্টাচার্য এ-ও বলেন, ‘‘নতুন সরকার এসেই সমস্যার সমাধান করবে। রাজ্য বিজেপি বদ্ধপরিকর সমস্যা সমাধানের।’’
advertisement
বলাবাহুল্য, নিয়োগের দাবিতে গত এক হাজার দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন এসএলএসটি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা৷ ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়৷ কিন্তু প্যানেলের তালিকাভুক্ত হয়েও এই চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়নি বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: তৃণমূলের লক্ষ্য বিজেপির ‘উত্তর’! সভায় কি চব্বিশের বার্তা? আজ আলিপুরদুয়ারে মমতা
অভিযোগ, দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন৷ দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার৷ কিন্তু পরে তাঁর চাকরিও আদালতের নির্দেশে বাতিল হয়৷
advertisement
আরও পড়ুন: মোদিকে তিন দিন ‘সময় দিলেন’ মমতা! কাজ না হলেই…এবার সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর! আবারও দিল্লিতে ধর্না?
এখনও নিয়োগ না হওয়ার প্রতিবাদে শনিবার মাথা ন্যাড়া করে প্রতিবাদ করেন এক মহিলা এবং পুরুষ চাকরিপ্রার্থী৷ মাথা ন্যাড়া করে রাসমণি পাত্র নামে এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘অনেক প্রতিশ্রুতি পেয়েছি৷ আর পারছি না৷ আমাদের হাজার দিনের এই কষ্ট যেন মুখ্যমন্ত্রীর হৃদয় স্পর্শ করে৷ আমরা চাই উনি আমাদের কাছে আসুন৷’’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 10, 2023 11:12 AM IST