Primary Teacher recruitment scam: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব! নিজাম প্যালেসে সিবিআই হাজিরা এড়ালেন দেবরাজ চক্রবর্তী
- Published by:Ratnadeep Ray
- Reported by:Arpita Hazra
Last Updated:
শিক্ষক শিক্ষিকার ট্রান্সফার সংক্রান্ত নথি, অ্যাডমিট ডকুমেন্টস সংক্রান্ত নথি দেবরাজের বাড়িতে কেন ছিল? দেবরাজের কাছে সেই সমস্ত তথ্যই সিবিআই জানতে চায় বলে জানা গিয়েছে৷
কলকাতা: শেষ দফা ভোটের আগে সক্রিয় সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করল সিবিআই। বিধাননগর পুরনিগমের মেয়র পরিষদের সদস্য দেবরাজকে বুধবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। গত মঙ্গলবারই তাঁকে এ বিষয়ে নোটিস পাঠানো হয়।
প্রসঙ্গত, এর আগে দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই অ্যাডমিট কার্ড সহ নিয়োগ সংক্রান্ত একাধিক নথি পেয়েছিল বলে অভিযোগ। সেই নথির ভিত্তিতেই বুধবার তাঁকে ফের তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে।
এর আগে গত ৩১ জানুয়ারি সহ দু’বার তাঁকে তলব করা হয়েছিল। তিনি নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্কের দু’টি লেনদেন নিয়ে এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অন্তত তেমনটাই সিবিআই সূত্রের খবর৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘অভিষেককে গ্রেফতার করবে, করে দেখাও..,’ মোদিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা! সিপিএম-বিজেপি আঁতাঁত নিয়ে বিস্ফোরক অভিযোগ
শিক্ষক শিক্ষিকার ট্রান্সফার সংক্রান্ত নথি, অ্যাডমিট ডকুমেন্টস সংক্রান্ত নথি দেবরাজের বাড়িতে কেন ছিল? দেবরাজের কাছে সেই সমস্ত তথ্যই সিবিআই জানতে চায় বলে জানা গিয়েছে৷
দেবরাজ এর আগে তলবের সময় জানিয়েছিলেন, পার্সোনাল কিছু ডকুমেন্টস, ব্যাঙ্ক ডকুমেন্টস সহ একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছিল তাঁকে৷ সেদিন দেবরাজ বলেছিলেন, “ডকুমেন্টস বাড়িতে পাওয়া গেলেই আমি টিচার স্ক্যামে যুক্ত তা প্রমাণ হয় না। ২০১২ / ১৪ সালে আমি কোনও ক্ষমতায় ছিলাম না। তাই চাকরি দেওয়ার ক্ষমতা আমার ছিল না। ব্যাঙ্কের দু’টো লেনদেন নিয়ে আমাকে বলেছিল, আমি তাঁদের উত্তর দিয়ে স্যাটিসফাই করেছি। আগামিদিনে ডাকলে আবার আসব।’’
advertisement
আরও পড়ুন : সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল দিল্লি! পারদ পৌঁছল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে…কবে মিলবে তাপপ্রবাহ থেকে মুক্তি?
তবে মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেননি দেবরাজ চক্রবর্তী৷ সূত্রের খবর, তিনি সিবিআইকে জানিয়েছেন, নির্বাচনী কাজে ব্যস্ত থাকার জন্য তিনি হাজিরা দিতে পারছেন না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 29, 2024 6:30 PM IST