Mamata Banerjee: 'তাহলে কি উত্তরপ্রদেশ, বিহারে হারছেন?' বাংলা নিয়ে মোদির দাবি শুনে পাল্টা প্রশ্ন মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে, এই প্রশ্নের জবাবে গতকাল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস অসিত্ব রক্ষার লড়াই করছে৷
বারুইপুর: সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে বেশি সাফল্য পাবে বিজেপি৷ ২৪ ঘণ্টার মধ্যেই মোদির এই দাবির জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর কথার রেশ ধরেই তাঁর পাল্টা প্রশ্ন, তার মানে কি উত্তর প্রদেশ, বিহারে বিজেপির আসন কমছে?
পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে, এই প্রশ্নের জবাবে গতকাল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস অসিত্ব রক্ষার লড়াই করছে৷ গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই বিজেপি সবথেকে বড় সাফল্য পাবে৷ নরেন্দ্র মোদির এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে৷
advertisement
advertisement
এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রীর এই দাবির জবাব দিতে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, বলছে বাংলায় নাকি সবথেকে বেশি আসন৷ উনি জেনে গেছেন উনি হেরে যাবেন৷ বলছে সবথেকে বেশি ভোট নাকি বাংলায় পাবে৷ তার মানে উত্তর প্রদেশে হেরে গেছে অলরেডি, বিহারে হেরে গেছে অলরেডি৷ আর বাংলায় আসন চাই? হবে না বাংলা তোমায় গোল্লা দেবে৷ এসো রসগোল্লা খাওয়াবো, রাজভোগ খাওয়াবো৷ আমরা তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া জোটকে সমর্থন করে ক্ষমতায় আনব৷
advertisement
এর পরেই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূলনেত্রী বলেন, আমার কাছে খবর আছে, অনেক জায়গায় বোঝাপড়া হয়েছে৷ একটা জায়গা যেমন দমদম৷ ওখানে লোকসভায় বিজেপি সিপিআইএমকে দেবে৷ বিধানসভায় সিপিএম বিজেপিকে দেবে৷ এই রাজনীতি তৃণমূল কোনও দিন করে না৷ করলে সিপিআইএমকে হারাতে পারতাম না৷
এ দিন বারুইপুরের সভা থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ মে প্রচার পর্ব শেষ হওয়ার পর কন্যাকুমারীতে ধ্যানে বসেন, তাহলে তৃণমূল নির্বাচন কমিশনে আপত্তি জানাবে৷ কারণ শেষ পর্বের ভোটের আগে প্রধানমন্ত্রী ধ্যান করার ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 4:48 PM IST