Primary Recruitment Case: হাইকোর্টের গুঁতো, প্রাথমিক নিয়োগ মামলায় দুই জেলার চাকরি পেল ৭২২ জন! বিচারপতি মান্থার বিস্ফোরক নিদান
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Primary Recruitment Case: প্রাথমিক নিয়োগ ২০০৯ মামলায় বিস্ফোরক বিচারপতি রাজাশেখর মান্থা। মালদহ ও উত্তর ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান ৩ মাস জেলে ভরার নিদান বিচারপতি রাজাশেখর মান্থা'র।
কলকাতা: প্রাথমিক নিয়োগ ২০০৯ মামলায় বিস্ফোরক বিচারপতি রাজাশেখর মান্থা। মালদহ ও উত্তর ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান ৩ মাস জেলে ভরার নিদান বিচারপতি রাজাশেখর মান্থা’র। শুধু তাই নয়, মামলায় শিক্ষা দফতরের কমিশনারকেও জেলে ভরার নিদান দিলেন বিচারপতি। হাইকোর্টের তরফে ২ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে ওই ৩ জনকে। জেলে কেন ভরা হবেনা, শেষ সুযোগ হিসেবে জানাতে হবে কারণ। শুক্রবারের মধ্যে কারণ দর্শাতে হবে রীতিমতো এজলাসে এসে।
২০০৯ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মালদহ ও উত্তর ২৪ পরগনা, হাইকোর্টের নির্দেশ থাকলেও চাকরি দেয়নি বোর্ডগুলি। বিচারপতি এদিন পর্যবেক্ষণে বলেন, “আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই চেয়ারম্যান আধিকারিকরা। অ্যাডমিট কার্ড নিয়ে নতুন যুক্তি আসলে চাকরি না দেওয়ার অজুহাত। আত্মঘাতী হলে চাকরি দেবে DPSC গুলি।”
advertisement
advertisement
আদালতে অনুমতি দিয়ে দুই জেলার প্রাথমিক শিক্ষা সংসদ জানায় শূন্যপদে যোগ্যদের চাকরি দিতে আপত্তি নেই। এখনও চাকরি না দিয়ে ২০১০ সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড চাইছে মালদহ ও উত্তর ২৪ পরগনা DPSC। যেখানে ২০১৪ সালের পরীক্ষা থেকেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে।
advertisement
কার্যত হাইকোর্টের গুঁতোতেই অবশেষে চাকরি পেলেন মোট ৭২২ জন। ২০০৯ নিয়োগ প্রক্রিয়ায় মালদহে মামলাকারী ৩১২ জনকেই চাকরির চিঠি শিক্ষা কমিশনারের৷ একইসঙ্গে নিয়োগপত্র মালদহ DPSC চেয়ারম্যানেরও। নিয়োগ নথি যাচাই করে দেখতে বলল হাইকোর্ট। আগামী শুক্রবার ফের শুনানি। এবার ভার্চুয়ালি হাজির থাকতে হবে শিক্ষা কমিশনার ও ডিপিএসসি মালদহ চেয়ারম্যানকে৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৪১০ মামলাকারীকেও চাকরি দিল উত্তর ২৪ পরগনা ডিপিএসসি। শিক্ষা কমিশনার ও ডিপিএসসি, উত্তর ২৪ পরগনা চাকরির নথি দিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 4:55 PM IST