প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একী কথা বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান!

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা : অভিযোগের তিরে জর্জরিত প্রাথমিক শিক্ষক নিয়োগ ৷ একইসঙ্গে মামলার ফাঁসও ক্রমশও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াকে ৷ জেলায় জেলায় নিয়োগ নিয়ে অভিযোগ ও বিক্ষোভ প্রতিদিনের ঘটনা ৷

    প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে কিন্তু এখনও কোথাও নিয়োগপত্রের দাবীতে চলছে বিক্ষোভ তো কোথাও প্রশিক্ষিতের বদলে অপ্রশিক্ষিতের ডাক পাওয়া নিয়ে অভিযোগ ৷ কিন্তু এই বিষয়ে কি বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ?

    পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ৷’ শুধু তাই নয় তিনি বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সমস্ত নিয়ম মেনেই চলছে ৷ অনেকে সেই সঠিক নথি জমা না দিতে পারায় পর্ষদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷

    মানিক ভট্টাচার্যের বক্তব্য, ‘প্যানেলে নাম থাকলেই নিয়োগ হবে না ৷ প্যারা টিচারের শংসাপত্রও দিতে হবে ৷ তবেই শিক্ষক পদে নিয়োগ হবে ৷ সংসদ আগেই এব্যাপারে জানায় ৷ সেই শর্তেই ফর্মফিলাপ করেন প্রার্থীরা ৷ অনেকেই শংসাপত্র দিতে পারছেন না ৷ তাঁদেরই একটা বড় অংশ বিক্ষোভে সামিল ৷’

    First published:

    Tags: Manik Bhattachray, Primary Teacher Appointment, Primary teacher appointment problem, West Bengal Board Of Primary Education