প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একী কথা বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান!

Last Updated:
#কলকাতা : অভিযোগের তিরে জর্জরিত প্রাথমিক শিক্ষক নিয়োগ ৷ একইসঙ্গে মামলার ফাঁসও ক্রমশও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াকে ৷ জেলায় জেলায় নিয়োগ নিয়ে অভিযোগ ও বিক্ষোভ প্রতিদিনের ঘটনা ৷
প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে কিন্তু এখনও কোথাও নিয়োগপত্রের দাবীতে চলছে বিক্ষোভ তো কোথাও প্রশিক্ষিতের বদলে অপ্রশিক্ষিতের ডাক পাওয়া নিয়ে অভিযোগ ৷ কিন্তু এই বিষয়ে কি বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ?
পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ৷’ শুধু তাই নয় তিনি বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সমস্ত নিয়ম মেনেই চলছে ৷ অনেকে সেই সঠিক নথি জমা না দিতে পারায় পর্ষদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷
advertisement
advertisement
মানিক ভট্টাচার্যের বক্তব্য, ‘প্যানেলে নাম থাকলেই নিয়োগ হবে না ৷ প্যারা টিচারের শংসাপত্রও দিতে হবে ৷ তবেই শিক্ষক পদে নিয়োগ হবে ৷ সংসদ আগেই এব্যাপারে জানায় ৷ সেই শর্তেই ফর্মফিলাপ করেন প্রার্থীরা ৷ অনেকেই শংসাপত্র দিতে পারছেন না ৷ তাঁদেরই একটা বড় অংশ বিক্ষোভে সামিল ৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একী কথা বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement