Primary Teachers Recruitment: আদালতের নির্দেশে ২০১৬ প্রাথমিকে নিয়োগের তালিকা প্রকাশ করল পর্ষদ
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Primary Teachers Recruitment: মঙ্গলবার ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন তাঁদের ব্রেকআপ নম্বর-সহ বিস্তারিত তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কলকাতা: ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়ে বড় খবর। ওই বছর যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল, সেই সমস্ত শিক্ষকদের বিষয়ে আদালতের বিশেষ নির্দেশ ছিল। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই নিয়োগ নিয়ে। তার ভিত্তিতেই একটি তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করা হল। উল্লেখ্য, এই বিষয়ে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন তাঁদের ব্রেকআপ নম্বর-সহ বিস্তারিত তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রকাশ করা হল জেলা ভিত্তিক নম্বরের ব্রেক আপ।
advertisement
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ব্রেকআপ-সহ বিস্তারিত তালিকা প্রকাশ করল পর্ষদ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জেলা ভিত্তিক ব্রেক আপ-সহ, জাতি ভিত্তিক তথ্য সম্বলিত বিস্তারিত তালিকা প্রকাশ করতে। সেই তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ নিয়েও অভিযোগ কম নেই। বিভিন্ন মহল থেকে সেই বছরের নিয়োগে দুর্নীতির অভিযোগে করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নিয়ে তদন্তও চালাচ্ছে। কিন্তু পর্ষদ আদালতের নির্দেশ মেনে সমস্ত বিতর্কের সমাধান চাইছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর সেই কারণেই এই তালিকা প্রকাশ। এখন দেখার, এই তালিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয় কী না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 10:12 PM IST