President Election 2022: তৃণমূলের প্রতীকে জিতে আসা চার সাংসদ ভোট দেবেন দিল্লিতে 

Last Updated:

বিজেপির প্রতীকে জিতে আসা এক সাংসদ ভোট দেবেন কলকাতায় ৷ 

আবীর ঘোষাল, কলকাতা: তৃণমূলের প্রতীকে জিতে আসা চার সাংসদ আজ, সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন দিল্লিতে। তেমনি বিজেপির প্রতীকে জিতে আসা বাংলার এক সাংসদ ভোট দেবেন কলকাতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে একাধিক ছবি উঠে আসছে (President Election 2022)।
দলীয় রাজনীতিতে কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দুর অবস্থান দীর্ঘ দিন ধরেই ধোঁয়াশাময়। শিশির অধিকারী ২০২১ সালের বিধানসভা ভোটের আগে অমিত শাহের নির্বাচনী সভায় হাজির থাকলেও বিজেপি-তে যোগ দেওয়ার কোনও ঘোষণা করেননি। তবে তৃণমূলের কোনও কর্মসূচিতেও তাঁকে দেখা যায়নি। তেমনই দেখা যায় না দিব্যেন্দু অধিকারীকেও। জল্পনা চলছিলই, এই অবস্থায় রাষ্ট্রপতি ভোটে কী করবেন দু’জনে?
advertisement
advertisement
প্রসঙ্গত, শিশির অধিকারীর সাংসদপদ খারিজের দাবিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় লোকসভা স্পিকার ওম বিড়লাকে আগেই চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস । এমতাবস্থায় তাই দিল্লি গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাংসদ পিতা-পুত্র । দিল্লিতে কেন? দিব্যেন্দু অধিকারীর কথায়, ‘‘আমি পরিষ্কার ভাবে বলি, দল আমাকে বলেনি কলকাতায় ভোট দিতে হবে। নিয়ম মেনে ১০ দিন আগে নির্বাচন কমিশনারকে জানাতে হত যে, আমি কলকাতায় ভোট দেব। দল মানে তৃণমূল সেই মর্মে আমায় কোনও নির্দেশ দেয়নি। তাই দিল্লি এসেছি ভোট দিতে।’’
advertisement
দিব্যেন্দু অধিকারীও জানিয়েছেন, তাঁর বাবা শিশির অধিকারী-ও দিল্লি এসে ভোট দেওয়ার দিদ্ধান্ত নিয়েছেন। সাংসদের কথায়, ‘‘আমার বাবার বয়স ৮৩। তিনি যদি দিল্লি আসেন তাহলে আমাকে আসতেই হবে।’’ বিধানসভায় তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদ ও বিধায়কেরা একত্রে ভোট দেবেন। একমাত্র দলের নতুন সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা ওই দিন দিল্লিতে উপস্থিত থাকবেন শপথ গ্রহণের জন্য। তিনি সংসদেই ভোট দেবেন।
advertisement
এ ছাড়া রবিবার রাতে দিল্লি পৌঁছে গেছেন তৃণমূলের আর এক সাংসদ চৌধুরী মোহন জাটুয়া৷অন্যদিকে, খাতায়-কলমে বিজেপির প্রতীকে জিতে আসা সাংসদ অর্জুন সিংহ ভোট দেবেন কলকাতায়। রাজ্যের সাংসদ ও বিধায়ক সংখ্যা মিলিয়ে তৃণমূলের এ বারের ভোটার ২৫৪। তা অটুট রাখতে জেলাওয়াড়ি বিধায়কদের ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দলের নেতা-মন্ত্রীদের। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটকদের মতো মন্ত্রীরা এই কাজের দায়িত্বে রয়েছেন। একই ভাবে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় রয়েছেন সাংসদদের ভোট-পর্বের দায়িত্বে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
President Election 2022: তৃণমূলের প্রতীকে জিতে আসা চার সাংসদ ভোট দেবেন দিল্লিতে 
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement