Pradhanmantri Awas Yajona: আবাস যোজনা তদন্তে উপভক্তাদের তালিকা নিয়ে প্রশ্নই নেই কেন্দ্রীয় দলের? তাজ্জব দুই জেলার আধিকারিকরা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
মালদা ও পূর্ব মেদিনীপুর জেলায় পরিদর্শন করে শনিবার ফিরে গেছেন পরিদর্শনকারী দল।
#কলকাতা : কেন্দ্রীয় তদন্তকারী দল এলেন, দেখলেন আবার ফিরেও গেলেন। কিন্তু কোনও প্রশ্ন তুললেন না প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা নিয়ে। এই তালিকা তৈরি নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। এর মধ্যেই বিরোধীদলের ইন্ধনে কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক তিন আধিকারিকের দুটি দল তালিকা তৈরির কাজ দেখতে বৃহস্পতিবারই মালদহ ও পূর্ব মেদিনীপুরে হাজির হয়েছিল। পূর্ব মেদিনীপুরের হাজির হয়েছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমারের নেতৃত্বে তিন সদস্যের দলে বাকি দুজন হলেন সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী ও আন্ডার সেক্রেটারি অনিল কুমার সিং। মালদহে গিয়েছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিংহের নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা।
নবান্ন সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে পঁচিশটি ব্লকের মধ্যে চারটি ব্লক খেজুড়ি, নন্দকুমার, তমলুক, ভগবানপুর হাজির হয়েছিলেন। তারা নিজেরাই তালিকা নিয়ে এসেছিলেন। তা দেখিয়ে বিস্তারিত তথ্য জানতে চান। খোঁজ খবর নেন। শেষে শনিবারই ফিরে গিয়েছেন। মালদহতেও একই চিত্র। জেলার ১৫ ব্লকের মধ্যে কেন্দ্রীয় দল হাজির হয়েছিলেন ইংলিশবাজার, কালিয়াচক ২ নম্বর ও ৩ নম্বর ব্লকে। তাদের আনা তালিকা দেখে মেলান। খোঁজ খবর নেন। কাজ শেষ।
advertisement
advertisement
তালিকা তৈরির কাজ নিয়ে জেলা প্রশাসনের কাছে কোনও প্রশ্ন তোলেননি। বরং দুই জেলাতেই তাঁদের কথা বার্তায় কিছুটা সন্তোষ প্রকাশ পেয়েছে। তবুও নিশ্চিন্ত হতে নারাজ প্রশাসনিক কর্তারা। তাঁদের প্রত্যেকের একটাই কথা, "আগে রিপোর্টটা কী দেয় দেখি। না আঁচালে বিশ্বাস নেই।"
advertisement
পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বহু উপভোক্তা টাকা পেতে শুরু করলেও অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের কাজও জেলা প্রশাসন চালাচ্ছে সমান তালে। জেলার এক পদস্থ আধিকারিক বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এক হাজারের বেশি অভিযোগ করেছে। সবই তদন্ত করে দেখা হচ্ছে। এগ্রার মতো কয়েকটি ব্লকে অভিযোগ বেশি। মালদহে এখনও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তা বলে তালিকা চূড়ান্ত হওয়ার পর অভিযোগ এলে তদন্ত বন্ধ হচ্ছে না। প্রতিদিনই নানা লোক নানা অছিলায় অভিযোগ করছে। অনেকের নাম বাদ যাওয়ায় তারাই অন্যের নামে অভিযোগপত্র পাঠিয়ে দিয়ে প্রশাসনকে হয়রান করানোর চেষ্টা করছে। এই জেলাতেই যাচাইয়ের সময় আবাস প্লাস ডেটা ব্যাঙ্কের ৪৫ হাজার নাম বাদ পড়েছে। ১ লক্ষ ৬৭ হাজার নাম ছিল এই তথ্য ভাণ্ডারে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2023 9:48 PM IST










