Kolkata: রাইটার্স বিল্ডিং হয়ে ধর্মতলার মোড়...ডালহৌসির অফিস পাড়ায় রাস্তায় কী খুঁজছেন উত্তম? জানলে চমকে যাবেন

Last Updated:

রাইটার্স বিল্ডিং হয়ে পরিবহনভবন কিংবা ধর্মতলার মোড়ে যে ডাক বক্স একা দাঁড়িয়ে রয়েছে তার ভিতরে থাকা চিঠি সংগ্রহ করে নিজের দফতরে পৌঁছে দেন তিনি।

News18
News18
কলকাতা: ডালহৌসি, অর্থাৎ অফিস পাড়া। চরম ব্যস্ততার মধ্যেও আমরা ভুলে যাই না নিজের প্রিয় মানুষ কী টেক্সট করেছে সেটা দেখার জন্য ফোন চেক করতে। তবে এত কিছুর মাঝে এক ব্যক্তি পায়ে হেঁটে করছেন চিঠি সংগ্রহ। রাইটার্স বিল্ডিং হয়ে পরিবহনভবন কিংবা ধর্মতলার মোড়ে যে ডাক বক্স একা দাঁড়িয়ে রয়েছে তার ভিতরে থাকা চিঠি সংগ্রহ করে নিজের দফতরে পৌঁছে দেন তিনি।
১৭ বছর ধরে পোস্টম্যানের কাজ করছেন ৫২ বছরের উত্তম মজুমদার। আগে কর্মব্যস্ততার মাঝে খাবার খাওয়ার সময়ও পেতেন না। এখন অফুরন্ত সময় আর সঙ্গে কাজ না থাকার হতাশা। এরপরেও প্রতিদিন সাড়ে ১১ টা থেকে জিপি অফিস থেকে বেরিয়ে প্রথমে রাইটার্স বিল্ডিংয়ের পিছনের পোস্ট অফিস থেকে চিঠি নেন।
advertisement
advertisement
এরপর হাঁটতে হাঁটতে পরিবহন ভবন হয়ে ধর্মতলা যেতে গেলে যতগুলো পোস্ট বক্স আছে। তার মধ্যে থাকা চিঠি বা নথি সংগ্রহ করেন। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে’। এই উত্তম মজুমদার বাস্তবেই যেন একজন রানার। তবে এই কাজ তিনি কতদিন উদ্যোমের সঙ্গে করতে পারবেন চিনি ও রয়েছে চিন্তা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: রাইটার্স বিল্ডিং হয়ে ধর্মতলার মোড়...ডালহৌসির অফিস পাড়ায় রাস্তায় কী খুঁজছেন উত্তম? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement