Post Poll Violence : বাংলার 'নির্বাচন পরবর্তী হিংসা' মামলা | কমিশন, কেন্দ্র ও রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

Last Updated:

বৃহস্পতিবার ছিল ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলার শুনানি। এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission), কেন্দ্রীয় সরকার (Centre Govt)এবং রাজ্য সরকারকে (WB Govt)।

নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অভিযুক্ত করা হয়েছে। তবে, সর্বোচ্চ আদালত মুখ্যমন্ত্রীকে কোনও নোটিশ দেয়নি। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত শরন ও দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, 'ভোটের পর ইচ্ছাকৃত ভাবে সমর্থকদের উপর অত্যাচার চালানো হচ্ছে। তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। তাঁদের বাড়ি-ঘর জ্বালানো হচ্ছে। সম্পত্তি লুট করা হচ্ছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য অত্যাচারের শিকার হচ্ছেন বহু মানুষ।'
advertisement
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ভোটপর্ব মেটার পর থেকেই বিরোধী দল বিজেপি রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলছে। এই নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনখড়ও। তিনি দিল্লি সফর করেছেন দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় মানবাধিকার কমিশন-সহ বিভিন্ন জায়গায়। একই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত এক মাসে তিনবার অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবারও এই ইস্যুতে শুভেন্দু অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে সুপ্রিমকোর্টে আইনজীবী বিষ্ণু জৈনের মামলায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি সহ বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, এই একই বিষয়ে আগেই ট্যুইট করেছেন রাজ্যপাল জাগদীপ ধনখড়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Post Poll Violence : বাংলার 'নির্বাচন পরবর্তী হিংসা' মামলা | কমিশন, কেন্দ্র ও রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement