Maniktala-Clash : ক্লাব দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মানিকতলা, TMC-BJP সংঘর্যে গ্রেফতার ৮
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ঘটনাটি ঘটে কাঁকুড়গাছির নতুন পল্লী এলাকায়। স্থানীয় ক্লাব দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়।
#কলকাতা : তৃতীয় দফার ভোট প্রচারের শেষদিন আজ। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষে অশান্তির ঘটনা অব্যাহত। শনিবার রাতেও ক্লাবের দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কাঁকুড়গাছি মানিকতলা এলাকা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছলে সংঘর্ষে আহত হন দুই পুলিশকর্মী। ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে কাঁকুড়গাছির নতুন পল্লী এলাকায়। স্থানীয় ক্লাব দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। অভিযোগ এলাকার নতুন পল্লী স্পোর্টিং ক্লাব এর দখল নিয়েই রণক্ষেত্রের চেহারা নেয় মানিকতলা এলাকা। ক্লাবের দখলকে কেন্দ্র করে সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।তুমুল গন্ডগোল বেধে যায় স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। দু-পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি, ইঁট ছোড়াছুড়ি।
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ পৌঁছয়। দু-পক্ষের সংঘর্ষের মধ্যে জখম হন দুই পুলিশ কর্মী। ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
advertisement
অন্যদিকে শনিবার রাতে বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের নানুর। তৃণমূল-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা, মেমারিও। রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে হাসনাবাদেও। রায়নায় তৃণমূল প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ ওঠে শনিবার। অন্যদিকে বিজেপি প্রার্থীর উপরেও হামলার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2021 9:13 AM IST