বাংলায় ট্যুইট মোদির, বিশ্ববিদ্যালয়- সৌধ গড়ার ঘোষণা মমতার! নেতাজি স্মরণে জোর টক্কর

Last Updated:
মুখ্যমন্ত্রীরও৷ কলকাতায় আসার আগেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি৷ অন্যদিকে আজ সকালেই ট্যুইট করেছেন মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, নেতাজি স্মরণে রাজারহাটে একটি সৌধ গড়বে রাজ্য সরকার৷ পাশাপাশি নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
কলকাতায় আসার আগে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, 'পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব৷'
advertisement
advertisement
advertisement
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানিয়েছেন, 'দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫চম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য৷ তিনি একজন প্রকৃত নেতা ছিলেন এবং মানুষের ঐক্যে বিশ্বাস রাখতেন৷ আমরা এই দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে উদযাপন করছি৷ গোটা বছর ধরে এই উদযাপন অনুষ্ঠান চালানোর জন্য রাজ্য সরকার একটি কমিটিও গঠন করেছে৷'
advertisement
advertisement
advertisement
আরও একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজাদ হিন্দ ফৌজের নামে রাজারহাটে একটি সৌধ তৈরি করবে রাজ্য সরকার৷ এ ছাড়াও সম্পূর্ণ রাজ্যের উদ্যোগে নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে৷ বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করবে সেই বিশ্ববিদ্যালয়৷
advertisement
মুখ্যমন্ত্রী আরও জানান, এ দিন কলকাতায় নেতাজি স্মরণে একটি িবরাট পদযাত্রার আয়োজন করা হয়েছে৷ এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও নেতাজিকেই উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক বেলা ১২.১৫ মিনিটে সাইরেন বাজানো হবে৷ ওই সময় প্রত্যেককে বাড়িতে শঙ্খ বাজানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে ২৩ জানুয়ারিকে কেন্দ্রীয় সরকারের জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা উচিত বলেও দাবি জানিয়েছেন মমতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় ট্যুইট মোদির, বিশ্ববিদ্যালয়- সৌধ গড়ার ঘোষণা মমতার! নেতাজি স্মরণে জোর টক্কর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement