Cash recovered in Kolkata: শহরে ফের উদ্ধার বিপুল নগদ, স্ট্র্য়ান্ড রোডে দু'টি ব্য়াগে মিলল ৪৩ লক্ষ! ধৃত ৩

Last Updated:

পুলিশ সূত্রে খবর, এ দিন বিকেলে ৪০/১ স্ট্র্য়ান্ড রোড এলাকায় তিন জন ব্য়ক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকদের।

#কলকাতা: ফের শহর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। এবার কলকাতার স্ট্র্য়ান্ড রোড থেকে ৪৩ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
হাওয়ালার মাধ্য়ামে টাকা পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। কোথা থেকে টাকা নিয়ে কোথায় পৌঁছে দেওয়া হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, এ দিন বিকেলে ৪০/১ স্ট্র্য়ান্ড রোড এলাকায় তিন জন ব্য়ক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকদের। ওই তিনজনকে আটকে প্রশ্ন করতে শুরু করলেও তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। এর পরেই তাদের কাছে থাকা দু'টি ব্য়াগ খুলে তল্লাশি করতেই তার ভিতর থেকে তাড়া তাড়া পাঁচশো টাকার বান্ডিল বেরিয়ে আসে।
advertisement
সঙ্গে সঙ্গে ওই তিনজনকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। দেখা যায়, ব্য়াগের ভিতরে সব মিলিয়ে প্রায় ৪৩ লক্ষ টাকারও বেশি রয়েছে। ধৃতদের বিরুদ্ধে বড়বাজার থানায় মামলা রুজু করা হয়েছে। ওই টাকা কোথায় পৌঁছে দেওয়া হচ্ছিল, টাকাই বা কার, ধৃতদের সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এর সঙ্গে হাওয়ালা যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
advertisement
প্রসঙ্গত, গত সপ্তাহেই বড়বাজার এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ৫৯ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল ৯ জনকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cash recovered in Kolkata: শহরে ফের উদ্ধার বিপুল নগদ, স্ট্র্য়ান্ড রোডে দু'টি ব্য়াগে মিলল ৪৩ লক্ষ! ধৃত ৩
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement