আইনজীবী খুন - বারবার বয়ান বদল স্ত্রীর, জোরালো হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব
Last Updated:
#কলকাতা : নিউটাউনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকে মূলত অভিযোগের তির রজত দে-র স্ত্রী অনিন্দিতার দিকে ৷ দফায় দফায় তাঁকে জেরা করে চলেছে রাজারহাট থানার পুলিশ৷
রজতের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে দীর্ঘ সময় নিজে এই বয়ানে টিকে থাকলেও এবার সেই বয়ান থেকে সরে এসেছেন তিনি ৷ এখন তিনি বলেছেন, ‘আত্মহত্যা করেছেন রজত দে’ ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন ‘গলায় চাদর জড়িয়ে আত্মঘাতী’ হয়েছেন রজত ৷
যদিও অনিন্দিতার এই বয়ান আদৌ বিশ্বাস করতে রাজি নয় তদন্তকারী পুলিশ ৷ তাঁরা বলেছেন , ‘‘চাদরে আত্মঘাতী হলে গলায় সরু দাগ কেন?’’
advertisement
advertisement
পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার শ্বাসরোধ করে খুনের প্রমাণ পাওয়া গেছে ৷ এবং সেই রিপোর্টেই বলা হয়েছে শ্বাসরোধ করা হয়েছে সরু কিছু দিয়ে ৷ তদন্তকারীদের সামনে এখন কয়েকটি বড় প্রশ্ন ৷
হঠাৎ ৩ দিন পর কেন আত্মহত্যার তত্ত্ব? স্ত্রী অনিন্দিতাকে অবশ্য দাবি
ভয়ে চেপে গিয়েছিলেন ৷ এদিকে অনন্দিতার কথা মতো নমুনা হিসেবে চাদর ও গামছা সংগ্রহ করা হয়েছে ৷ এছাড়াও মৃত্যুর আগে ধস্তাধস্তি হয় বলে অনুমান পুলিশের ৷ রজতের দেহে আঘাতের চিহ্ন দেখে এই অনুমান ৷
advertisement
তবে আদপেই এই তত্ত্বে কোনওরকম সিলমোহর দিতে চাইছে না পুলিশ ৷ কারণ ঘটনার দিনে রাতের যে ঘটনা সামনে এসেছে তাতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে সন্দেহের অবকাশ প্রায় নেই বললেই চলে ৷
তদন্তে পুলিশে জেনেছে, ফোনে এক চিকিৎসকের সঙ্গে প্রায়ই কথা বলতেন অনিন্দিতা। ঘটনার দিন নিউটাউনে একটি রেস্তোরাঁয় খেতে যান অনিন্দিতা ও রজত। নারকেলবাগানের কাছে গাড়ি থেকে নেমে যান অনিন্দিতা। রাতে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে রাত পর্যন্ত গন্ডগোল চলে। তারপরেই রাত দেড়টা নাগাদ নিরাপত্তারক্ষীকে রজতের অসুস্থতার খবর দেন অনিন্দিতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2018 10:11 AM IST