Nabanna Abhijan clash: জলকামানের জল শেষ, পুলিশকর্মীকে ঘিরে ধরে মার! নবান্ন অভিযান ঠেকাতে হিমশিম পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জল কামান প্রয়োগ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এমন কি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ৷
কলকাতা: নবান্ন অভিযানে গন্ডগোলের আশঙ্কা করেছিল পুলিশ৷ কিন্তু সেই বিক্ষোভ যে এমন সর্বাত্মক আকার ধারণ করবে, সম্ভবত তা আঁচ করতে পারেনি পুলিশও৷ কারণ এ দিন কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে নবান্নমুখী বিক্ষোভকারীদের ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশবাহিনীকে৷
জল কামান প্রয়োগ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এমন কি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ৷ জলকামানের জল একাধিক বার শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায়নি৷ এমন কি, একা পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা মারছেন, এমন ছবিও এ দিন ধরা পড়েছে৷
আরও পড়ুন: নবান্নের সামনেই চলে এল বিক্ষোভকারীরা! দফায় দফায় ইটবৃষ্টি, রেড রোড বন্ধ, ছুটে গেল বিরাট পুলিশ বাহিনী
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এ দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে এর পিছনে রাজনৈতিক উস্কানির অভিযোগ আনা হয়েছিল৷ শেষ পর্যন্ত এ দিনের বিক্ষোভ হিংসাত্মক রূপই নিল৷
কলকাতার কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, হাওড়া স্টেশন, ফোরশোর রোড, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গা থেকে এ দিন মিছিল করে নবান্নের দিকে এগনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ রাজনৈতিক কোনও পতাকা না থাকলেও মিছিলে অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতা, জনপ্রতিনিধিদের দেখা গিয়েছে৷ বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা৷ সবকটি মিছিলকেই ব্যারিকেড তৈরি করে আটকানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই ব্যবহার করা হয় জলকামান, কাঁদানে গ্যাস, শুরু হয় লাঠিচার্জ৷
advertisement
পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে হাওড়ার ফোরশোর রোড সহ একাধিক জায়গায় ইট ছোড়ে বলে অভিযোগ৷ পাল্টা ইট ছুড়েছে পুলিশও৷ হাওড়ায় মাথা ফেটেছে চ্যাটার্জিহাট থানার আইসি-র৷ এমন কি ব্যারিকেড ভেঙে নবান্নের কার্যত দোরগোড়ায় পৌঁছে যান বিক্ষোভকারীদের একাংশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2024 3:24 PM IST