Gangasagar Transit Camp: পুলিশের নজর বাবুঘাটে গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্পে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
নিয়মকে অক্ষরে অক্ষরে পালন করতে গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্প (Gangasagar Mela Transit Camp) বাবুঘাটে (Babughat) কড়া নজরদারি কলকাতা পুলিশের (Kolkata Police)
বাবুঘাট : রাজ্যে জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব (Coronavirus in WestBengal)৷ তার মধ্যে গঙ্গাসাগর মেলা অনেকটাই বাড়তি চিন্তার কারণ প্রশাসনের। কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার অনুমতি দিলেও বেঁধে দিয়েছে বেশ কিছু বিধিনিষেধ, এবার সেই নিয়মকে অক্ষরে অক্ষরে পালন করতে গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্প (Gangasagar Mela Transit Camp) বাবুঘাটে (Babughat) কড়া নজরদারি কলকাতা পুলিশের (Kolkata Police)।
প্রতি বছরের মতো এই বছরও কলকাতা পুলিশের ক্যাম্প রয়েছে বাবুঘাটে, যদিও এই বছরের ক্যাম্প থেকে প্রতি মুহূর্তের নজর থাকছে করোনা প্রোটোকলের দিকে। যাঁরা ওই ট্রানজিট ক্যাম্পে আসছেন তাঁদের দেহের তাপমাত্রা মাপার পাশাপাশি স্যানিটাইজার দেওয়া হচ্ছে সব সময়। করোনা ভাইরাসে ঠেকাতে চিকিৎসকদের তরফে বার বার বলা হয় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করার জন্য, যদিও এই কথা অজানা না হলেও সমাজের একাংশ মানুষের অনীহা এখনও তীব্র মাস্ক নিয়ে।
advertisement
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, বাগুইআটির গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টায় গ্রেফতার যুবক
শনিবার কলকাতা পুলিশের ময়দান থানার তরফে গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্পে দেখা গেল পুলিশের টহলদারি। ময়দান থানার তরফে মেলার ট্রানজিট ক্যাম্পে এসে নজর রাখা হল মাস্কের উপর। পুণ্যার্থীরা এসে অনেকেই মাস্ক ছাড়া ঘুরছেন ক্যাম্পের বিভিন্ন জায়গায়, মাস্কহীন সেই সমস্ত লোকজনদের হাতে মাস্ক তুলে দিলেন ময়দান থানার অফিসার-ইন-চার্জ-সহ থানার অফিসারা।
advertisement
advertisement
আরও পড়ুন : পুরভোটে ডিজিটাল প্রচারে জোর দিতে বলল কমিশন, কোভিড বিধি ভাঙলে শাস্তি
এ দিন বিভিন্ন জায়গায় মাস্ক না থাকার কারণ জানতে চাওয়ায় জুটল নানা অজুহাত৷ তবে প্রতিদিনের মতো একই অজুহাতে যে চিঁড়ে ভিজবে না তা বুঝিয়ে দিলেন ময়দান থানার অফিসারা। শনিবার মাস্ক বিতরণ করার পাশাপাশি আগামীদিনেও মাস্ক পরতেই হবে সে কথাও জানালেন ময়দান থানার অফিসার-ইন-চার্জ। যদিও সেখানে মাস্ক না থাকার কারণ হিসাবে প্রায় প্রত্যেকের-ই সামনে থাকল নানান অজুহাত। অনেকেই বললেন মাস্ক পড়তে ভুলে গিয়েছেন আবার অনেকেই জানালেন মাস্ক নেই। এই ধরনের নানা পুণ্যার্থীদের মাস্ক বিতরণ ও মাস্ক প্রতি মুহূর্তে পরে থাকার পরামর্শ দিলেন ময়দান থানার অফিসার-ইন-চার্জ। শনিবারের মত আগামীদিনেও আরও কড়া নজর থাকবে তা জানালেন পুলিশ আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2022 12:19 AM IST