Anandapur Couple Death Update: প্রাক্তন প্রেমিকার সঙ্গে তুমুল ঝগড়া, তার পরই খালের দিকে দু' জন! সোমবার কী ঘটেছিল আনন্দপুরে? তদন্তে বড় তথ্য পেল পুলিশ

Last Updated:

সিসিটিভিতে দেখা যাচ্ছে, হাত পা ছুড়ে রীতিমতো দু জনের মধ্যে বচসা চলছিল। হঠাৎই রাস্তা পেরিয়ে খালে নেমে যান রণিতা।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রেমিকার নতুন সম্পর্ক ঘিরে অশান্তির জেরেই আনন্দপুরে মর্মান্তিক পরিণতি হল তরুণ-তরুণীর? তদন্তে নেমে এমনই ইঙ্গিত পেল কলকাতা পুলিশ৷ তরুণীকে বাঁচাতে গিয়েই তাঁর সঙ্গী যুবকেরও খালের জলে মৃত্যু হয়েছে বলেই নিশ্চিত তদন্তকারীরা৷
গতকালই আনন্দপুরে খাল থেকে উদ্ধার হয় এক তরুণ এবং তরুণীর দেহ৷ মৃত তরুণীর নাম রণিতা বৈদ্য৷ গত সোমবার সন্ধ্যায় নতুন কেনা স্কুটি চালানো শিখতে বাড়ি থেকে বের হন রণিতা৷ এর পরই নিখোঁজ হয়ে যান তিনি৷
শেষ পর্যন্ত গতকাল বিকেলে আনন্দপুর এলাকার খাল থেকে ওই তরুণী এবং রোহিত অগ্রবাল নামে এক তরুণের দেহ উদ্ধার করে পুলিশ৷ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে, সোমবার রাত ৮.৩৫ মিনিট নাগাদ আনন্দপুরে খালের কাছে আসেন রণিতা এবং রোহিত৷ খালের জলে ঝাঁপ দেওয়ার আগে ওই তরুণ-তরুণীর মধ্যে তুমুল বচসা হয়৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরাও দু জনকে কথা কাটাকাটি করতে দেখেন৷
advertisement
advertisement
সিসিটিভিতে দেখা যাচ্ছে, হাত পা ছুড়ে রীতিমতো দু জনের মধ্যে বচসা চলছিল। হঠাৎই রাস্তা পেরিয়ে খালে নেমে যান রণিতা। কয়েক সেকেন্ডের ব্যবধান রণিতাকে অনুসরণ করে খালে নেমে যেতে দেখা যায় রোহিতকেও৷
প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, কিছু দিন আগে পর্যন্তও রণিতা এবং রোহিতের মধ্যে সম্পর্ক ছিল৷ কিন্তু সম্প্রতি রণিতা নতুন সম্পর্কে জড়িয়েছিলেন৷ তা নিয়েই প্রাক্তন প্রেমিক রোহিতের মধ‍্যে দিন কয়েক ধরেই চলছিল টানাপোড়েন ও অশান্তি৷
advertisement
সিসিটিভি-র এই ফুটেজ ছাড়াও এক বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনিও জোরে জোরে ঝগড়ার আওয়াজ পান। তাঁর বক্তব্য ও সিসিটিভির ফুটেজে মিল পাচ্ছে পুলিশ। এর পাশাপাশি মৃত দু জনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anandapur Couple Death Update: প্রাক্তন প্রেমিকার সঙ্গে তুমুল ঝগড়া, তার পরই খালের দিকে দু' জন! সোমবার কী ঘটেছিল আনন্দপুরে? তদন্তে বড় তথ্য পেল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement