Jadavpur University: যাদবপুরে এবিভিপি-র মিছিলে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! আটক বিক্ষোভকারীরা

Last Updated:
যাদবপুরে ধুন্ধুনমার{
যাদবপুরে ধুন্ধুনমার{
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে এবিভিপি-র মিছিলকে কেন্দ্র করে যাদবপুর থানার সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়ালেন এবিভিপি সমর্থকরা। এবিভিপি সমর্থকদের আটকও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় যাদবপুর থানা চত্বরে।
এ দিন যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদেই গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা৷ সেই মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপি-র শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা৷ সেই মিছিল শুরুর আগেই গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করার প্রস্তুতি নেয় বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি৷
কিন্তু সেই মিছিল যাদবপুর থানার সামনে পৌঁছতেই বাধা দেয় পুলিশ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি সমর্থকরা এগনোর চেষ্টা করলে ধস্তাধস্তি বেঁধে যায়৷ এবিভিপি সমর্থকদের আটক করে নিয়ে যায় পুলিশ৷ পুলিশের দাবি, এবিভিপি-র এই মিছিলের কোনও অনুমতি ছিল না৷
advertisement
advertisement
বিজেপি-র ছাত্র সংগঠনের পাশাপাশি যুব মোর্চাও এ দিন যাদবপুর বাঁচাও স্লোগান তুলে মিছিলের ডাক দিয়েছে৷ আদালতের অনুমতি নিয়ে এই মিছিল করছে বিজেপি৷ মিছিলে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের৷ সেই মিছিলকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে৷ ফলে যে পথ ধরে মিছিল যাবে, সেই গোলপার্ক থেকে ৮বি পর্যন্ত রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ মিছিলের উত্তেজনা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ভাবে না ছড়ায়, সেই বিষয়েও সতর্ক থাকছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: যাদবপুরে এবিভিপি-র মিছিলে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! আটক বিক্ষোভকারীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement