Jadavpur University: যাদবপুরে এবিভিপি-র মিছিলে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! আটক বিক্ষোভকারীরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে এবিভিপি-র মিছিলকে কেন্দ্র করে যাদবপুর থানার সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়ালেন এবিভিপি সমর্থকরা। এবিভিপি সমর্থকদের আটকও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় যাদবপুর থানা চত্বরে।
কিন্তু সেই মিছিল যাদবপুর থানার সামনে পৌঁছতেই বাধা দেয় পুলিশ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি সমর্থকরা এগনোর চেষ্টা করলে ধস্তাধস্তি বেঁধে যায়৷ এবিভিপি সমর্থকদের আটক করে নিয়ে যায় পুলিশ৷ পুলিশের দাবি, এবিভিপি-র এই মিছিলের কোনও অনুমতি ছিল না৷
advertisement
advertisement
বিজেপি-র ছাত্র সংগঠনের পাশাপাশি যুব মোর্চাও এ দিন যাদবপুর বাঁচাও স্লোগান তুলে মিছিলের ডাক দিয়েছে৷ আদালতের অনুমতি নিয়ে এই মিছিল করছে বিজেপি৷ মিছিলে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের৷ সেই মিছিলকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে৷ ফলে যে পথ ধরে মিছিল যাবে, সেই গোলপার্ক থেকে ৮বি পর্যন্ত রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ মিছিলের উত্তেজনা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ভাবে না ছড়ায়, সেই বিষয়েও সতর্ক থাকছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 4:04 PM IST