ভাল আছেন কবি শঙ্খ ঘোষ, হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শীঘ্রই
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
তবে আরও দু’তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শুক্রবার ৷
#কলকাতা: ভাল আছেন কবি শঙ্খ ঘোষ। গত চব্বিশ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরও দুই থেকে তিনদিন কবি শঙ্খ ঘোষকে পর্যবেক্ষণে রাখা হবে। বুধবার হাসপাতালে কবিকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে আরও দু’তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শুক্রবার ৷ শ্বাসকষ্ট ও সংক্রমণের কারণে মঙ্গলবার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কবি শঙ্খ ঘোষকে।
অনেকটাই ভাল আছেন কবি শঙ্খ ঘোষ। মঙ্গলবারের পর থেকে তাঁর শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। আরও দু’তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। শ্বাসকষ্ট ও সংক্রমণের সমস্যা নিয়ে, মঙ্গলবার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর সাতাশির শঙ্খ ঘোষ। মূলত বার্ধক্যজনিত রোগে ভুলছেন পদ্ম ভূষণ, সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত কবি। বুধবার শঙ্খ ঘোষকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। কথা বলেন কবির পরিবারের সদস্যদের সঙ্গেও। হাসপাতাল সূত্রে খবর, কেবিনে খুব বেশি ভিড় চাইছেন না কবি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2020 7:57 PM IST