PM Narendra Modi: রবিবার ঝটিকা সফরে কলকাতায় নরেন্দ্র মোদি, কী কী কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রীর, দেখে নিন একনজরে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
PM Narendra Modi: আজ রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানের সূচিতে যোগ দিতে রাজ্যে এলেও এই সফরের আড়ালে কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে কি না, তা নিয়েই কৌতূহল বাড়ছে।
কলকাতা: আজ রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মুখে প্রধানমন্ত্রীর ঘন ঘন বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানের সূচিতে যোগ দিতে রাজ্যে এলেও এই সফরের আড়ালে কোনও রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে কি না, তা নিয়েই কৌতূহল বাড়ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী আজ রাতেই কলকাতায় এসে পৌঁছবেন এবং রাজভবনে রাত্রিযাপন করবেন। পরদিন সকালে ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় মোদি কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনও গোপন বৈঠক করবেন, নাকি দলের কর্মীদের জন্য কোনও বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাই এই সফরের নেপথ্যে প্রশাসনিক সূচির বাইরেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা জানার জন্য উৎসুক রাজ্যবাসী।
advertisement
আরও পড়ুন- ‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
রবিবার অর্থাৎ আজ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে সন্ধে নাগাদ রাজভবনে পৌঁছাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদি। আগামীকাল অর্থাৎ সোমবার ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকেই প্রধানমন্ত্রী যাবেন বিমানবন্দরে এবং দিল্লি ফিরে যাবেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন-সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু…! প্রয়াত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল? খবর ছড়াতেই মুখ খুললেন নায়িকা…
১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় সেনাবাহিনীর তিন শীর্ষকর্তা থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিডিএস অনিল চৌহান। সুতরাং কম্বাইন্ড কমান্ডার ফোর্সের এই কনফারেন্স যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সার্বিক নিরাপত্তার খাতিরে ঠিক তেমনি প্রধানমন্ত্রী উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের রাজনীতি পরিসংখ্যানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 9:56 AM IST