Bengal Election 5 Phase:সকাল সকাল মোদির ট্যুইট, প্রথমবার ভোটারদের জন্য বিশেষ বার্তা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রতি দফার ভোটের সকালে প্রধানমন্ত্রী নিয়ম করে ট্যুইট করছেন৷ এবং বাংলার মানুষের মন জয়ে তিনি বাংলা ভাষাতেই করছেন ট্যুইট৷
#নয়াদিল্লি: প্রথমবার যাঁরা ভোটাধিকার (Vote) প্রয়োগ করতে চলেছেন, তাঁদের জন্য বিশেষ বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ তাঁদের বুথে গিয়ে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এবং বার্তা দিচ্ছেন গণতন্ত্রের (Democracy) স্বাদ নিতে৷ যে কোনও কাজেই প্রথম পদক্ষেপ স্মরণীয় হয়ে থাকে৷ ভোটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়৷ তাই প্রথমবার ভোটারদের উৎসাহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এবং অত্যন্ত জনপ্রিয় নেতা মোদির এই ট্যুইট (West Bengal Assembly Election Phase 5)৷ এর পাশাপাশি তিনি অন্যান্য ভোটারদের জন্যও বার্তা দিয়েছেন বিপুল পরিমাণে ভোট দেবার৷
বাংলার ভোটযুদ্ধের ময়দানে মোদি-মমতা (Mamata Banerjee)দ্বৈরথ জমে উঠেছে৷ প্রতি দফার ভোটের সকালে প্রধানমন্ত্রী নিয়ম করে ট্যুইট করছেন৷ এবং বাংলার মানুষের মন জয়ে তিনি বাংলা ভাষাতেই (Narendra Modi tweets in Benfali) করছেন ট্যুইট৷ বাঙালিদের আরও কাছে পৌঁছতেই মোদির এই চাল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ কখনও মহিলাদের ভোট দিতে উৎসাহ দিচ্ছেন, কখনও প্রথমবার ভোটদাতাদের তো কখনও সবাই মিলে শান্তিতে ভোট দানের বার্তা উঠে আসছে তাঁর ট্যুইটে৷ বাংলার পঞ্চম দফার ভোটেও সেই ধারা বজায় থাকল৷
advertisement
পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
advertisement
Urging all those voting in today’s fifth phase of the West Bengal elections to vote in large numbers. First time voters in particular should exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
advertisement
এই দফায় নির্বাচন হবে ৬ জেলার ৪৫টি আসনে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই দফাগুলিতে পায়ের তলায় মাটিই ছিল না বিজেপির। তৃণমূল শক্তি প্রমাণ করতে পেরেছিল ভালভাবেই। কিন্তু ক্রমেই লোকসভায় হাওয়া বদলেছে। এই ৪৫টি বিধানসভা কেন্দ্রের ২২টিতে ২০১৯ লোকসভায় এগিয়ে গিয়েছিল বিজেপি। তাহলে কি বিজেপি এই আসনগুলিতে পা রাখতে চলেছে? পর্যবেক্ষকদের মত, পরিস্থিতি আলাদা, ভোটের শর্তাশর্তও বদলেছে। জোরদার টক্করেরই ইঙ্গিত দিচ্ছেন তাঁরা। এর উত্তর সময় বলবে৷ তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2021 7:41 AM IST