Narendra Modi: বাংলা বলে বাংলার মন জয়ের চেষ্টা মোদি! 'ভণ্ডামি' বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের
- Published by:Ankita Tripathi
- Reported by:Susmita Mondal
Last Updated:
বাংলা বাঙালি আবহেই শুক্রবার বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিকবার বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।বক্তৃতার একেবারে গোড়াতেই বার্তা বাংলায়।
কলকাতা: বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার বা হেনস্থার অভিযোগে বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে দাগিয়ে দিয়েছে তৃণমূল। এমন আবহেই শুক্রবার বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিকবার বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতার একেবারে গোড়াতেই বার্তা বাংলায়। মোদীর মুখে, ‘ভারত মাতা কি জয়! বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালবাসা।’ তারপর এক নিশ্বাসে একের পর এক মন্দিরের নাম—দক্ষিণেশ্বর কালী, কালীঘাট, করুণাময়ী, দমদম বালাজি হনুমান। এর আগেও নির্বাচনের আগে বাংলার দুর্গাপুজোও একটি ‘রাজনৈতিক’ ইস্যু হয়ে উঠেছিল।
আবারও মোদীর মুখে সেই কলকাতার দুর্গাপুজোর কথা। বললেন, “এমন সময়ে আমি কলকাতায় এসেছি, যখন দুর্গাপুজোর প্রস্তুতি হচ্ছে, কুমোরটুলিতে মা দুর্গার প্রতি মা তৈরি হচ্ছে। বড়বাজার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কলকাতা নতুন রঙে সাজছে। বিকাশের পর্বও যুক্ত হলে খুশি দ্বিগুণ হয়ে যায়।”
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে! ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণের ৩ জেলায়! সঙ্গে ঝোড়ো হাওয়া, কতদিন চলবে দুর্যোগ? আবহাওয়ার বড় আপডেট
কেবল মন্দির, মনীষী, দুর্গাপুজোই নয়, বাংলায় কথাও বললেন, নবজাগরণের কথা, নববিকাশের কথা! শ্যামাপ্রসাদের বাংলা ফিরিয়ে আনার কথা দিয়ে গেলেন, তবে তার জন্য আবেদনও করলেন, বাংলার মানুষ যাতে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকেই আনে। বছর ঘুরলেই বাংলায় মহা-ইভেন্ট। তার আগে ‘বাঙালি অস্মিতা’- এই শব্দ বন্ধ এখন বঙ্গ রাজনীতির জ্বলন্ত ইস্যু।
advertisement
advertisement
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক-বিরোধী-প্রত্যেক দলের নেতৃত্বের মুখে ঘুরেফিরে আসছে বাঙালি অস্মিতা রক্ষার কথা! বাঙালি অস্মিতা রক্ষার্থে আদতে কে ব্যর্থ, তা নিয়ে যুযুধান প্রতিপক্ষ একে অপরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, উত্তাল হচ্ছে সংসদ। দমদমের বক্তৃতায় বাংলায় উন্নয়ন, আর সেক্ষেত্রে বিজেপি সরকার আনা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সেটাই জুড়ে ছিল মোদীর ভাষণে। আর সবটা জুড়ে ছিল বাংলা ও বাঙালি। সে বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরের নামই হোক, কিংবা মণীষীদের নাম। আর সর্বোপরি বাংলায় গান মোদীর মুখে সবটা জুড়ে ছিল বাংলা।
advertisement
‘জাগো ওঠো গাও নবজীবনের গান’, মোদির বক্তৃতায় উঠে আসে বাংলার জনপ্রিয় নবজীবনের গান।নরেন্দ্র মোদির বাংলা বাঙালি ইস্যু নিয়ে বক্তব্যের পাল্টা তৃণমূলের দাবি, ‘‘প্রধানমন্ত্রী, এবার ভণ্ডামি বন্ধ করুন। আপনি কি না সেই অমিত মালব্যকে পাশে বসিয়ে টেলিপ্রম্পটারে বাংলায় কথা বলছেন। কেন এই দ্বিচারিতা?‘‘
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 4:02 PM IST