PM Narendra Modi : ‘তৃণমূল রক্তের খেলা খেলেছে...’, বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে বিস্ফোরক মোদি

Last Updated:

PM Narendra Modi: শনিবার বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের নিন্দায় সুর চড়ান মোদি।

তৃণমূলকে তুমুল নিশানা মোদির
তৃণমূলকে তুমুল নিশানা মোদির
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলকে তুমুল নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের নিন্দায় সুর চড়ান মোদি। প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের সময় রক্ত নিয়ে খেলেছে। তাঁর কথায় “টিএমসি নে খুনি খেল খেল হ্যায়…”।
মোদি তাঁর ভাষণে আরও বলেন, “কোনও বিজেপি প্রার্থী যাতে মনোনয়ন দাখিল করতে না পারেন তা নিশ্চিত করার জন্য শাসকদল তৃণমূল পঞ্চায়েত ভোটে কোনও কসুর ছাড়েনি। তাঁরা কেবল বিজেপি কর্মীদেরই নয়, ভোটারদেরও হুমকি দিয়েছে। বুথ দখলের জন্য চুক্তি দেওয়া হয়.. এই রাজ্যে রাজনীতি করার এটাই যেন পথ… “
advertisement
শনিবার বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা রাখতে গিয়ে বিরোধীদের একের পর এক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘নির্বাচনে তৃণমূল রক্তের খেলা খেলেছে। গোটা দেশ তা দেখেছে। কোনও বিরোধী দল যাতে মনোনয়ন পত্র জমা না দিতে পারেন সেই চেষ্টা করা হয়েছে।
advertisement
যদি কেউ উদ্যোগী হয়ে মনোনয়ন জমাও দেন, তবে তাদের প্রচার করতে না দেওয়া, ভোটারদের ভয় দেখানো, বিজেপি কর্মীদের পরিবারকে বাড়ি থেকে বেরতে না দেওয়া। এত অত্যাচারের পরও পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি কর্মীদের আশীর্বাদ করেছেন। মণিপুর ইস্যু নিয়েও সরব হয়েছেন মোদি তাঁর বক্তব্যে, তিনি বলেন, সবাই একসঙ্গে্ আলোচনা করলেই মিটে যেত সমস্যা। কিন্তু তা না করেন সংসদে অনাস্থা প্রস্তাব দেওয়া হল।
advertisement
advertisement
মোদির কথায়, “আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি এবং যারা গোটা দেশে নেতিবাচকতা ছড়াচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছি। বিরোধী দলের সদস্যরা মাঝপথে সংসদ ত্যাগ করেছেন। সত্য হল তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পেয়েই পিছু হঠেছেন…”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Narendra Modi : ‘তৃণমূল রক্তের খেলা খেলেছে...’, বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে বিস্ফোরক মোদি
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement