Mann Ki Baat: আজ প্রধানমন্ত্রীর ৯৮ তম 'মন কি বাত' অনুষ্ঠান, রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি

Last Updated:

PM Modi Mann Ki Baat: আজ. রবিবার ২৬ ফেব্রুয়ারি শুধু নয় ৷ এবার থেকে প্রধানমন্ত্রীর সব 'মন কি বাত' অনুষ্ঠানেই রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছে পদ্ম শিবির।

আজ প্রধানমন্ত্রীর ৯৮ তম 'মন কি বাত' অনুষ্ঠান, রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি
আজ প্রধানমন্ত্রীর ৯৮ তম 'মন কি বাত' অনুষ্ঠান, রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, রবিবার প্রধানমন্ত্রীর ৯৮ তম 'মন কি বাত' অনুষ্ঠানে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গ পদ্ম শিবিরের আসল লক্ষ্য, জনসংযোগ। শুধুমাত্র আজ, ২৬ ফেব্রুয়ারি নয়, এবার থেকে রবিবার প্রধানমন্ত্রীর সব 'মন কি বাত' অনুষ্ঠানেই রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছে পদ্ম শিবির। ১০০ তম পর্বে ঘটা করে পালন করার ভাবনাও রয়েছে বঙ্গ বিজেপির।
পঞ্চায়েত ভোটেও কী তাহলে 'ভরসা' মোদি! একদিকে ঘরোয়া কোন্দল, আর অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা। বঙ্গ পদ্ম শিবিরের জেলা নেতৃত্বদের 'মন কি বাত' কি শুনছে না গ্রাম বাংলার মানুষ? তাই কি প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান গ্রাম বাংলার নিচু স্তরে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির?
আজ, রবিবার থেকে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান নিয়মিত গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছতে বিশেষ উদ্যোগ নিচ্ছে বঙ্গ বিজেপি। গ্রাম বাংলার এমন অনেক প্রান্তিক এলাকা  রয়েছে যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই সমস্ত এলাকায়  সংগঠনের বেহাল দশার কারণে বিজেপি কার্যত দাঁত ফোটাতে পারছে না। অগত্যা 'ভরসা' নরেন্দ্র মোদি। মূলত স্মার্ট ফোন, রেডিও নিয়ে এবার জেলায় জেলায় পৌঁছবেন পদ্ম নেতারা। লক্ষ্য প্রধানমন্ত্রীর বক্তব্য তৃণমূল স্তরের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
advertisement
advertisement
এবার থেকে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান ঘরে বসে নয়, প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা  এবং শোনানোর ব্যবস্থা করতে হবে, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এমনটাই নির্দেশ এসে পৌঁছেছে রাজ্যে। খবর বিজেপি সূত্রের। আর সেই কারণেই আজ, রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের ৯৮ তম পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে 'মন কি বাত' অনুষ্ঠান সাধারণ মানুষকে শোনানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি।
advertisement
রাজ্যের বিভিন্ন প্রান্তে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ অন্যান্য বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা হাজির থাকবেন। হাজির থাকবেন বিধায়ক, সাংসদ থেকে শুরু করে গেরুয়া শিবিরের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্বরা।
advertisement
বিজেপি সূত্রের খবর, দিল্লির নির্দেশ এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গে নির্দেশ কার্যকর করতে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। একদিকে যেমন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের ঘরে বসে নয়, প্রধানমন্ত্রীর 'মন কি বাত'  অনুষ্ঠানের দিন সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতা- কর্মীদের সঙ্গেও একসঙ্গে বসে শুনতে হবে সেই অনুষ্ঠান। এমনটাই নির্দেশ আকারে বার্তা এসেছে দিল্লি থেকে বাংলার পদ্ম নেতাদের কাছে বলে খবর। গত লোকসভা ভোটে ছাপ ফেললেও বুথ স্তরে দলের সংগঠন এখনও দুর্বল।  নিচু তলায় এবার দলের সংগঠন গোছাতে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। প্রতি বুথে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনাতে উদ্যোগী হচ্ছে বিজেপি। দলের নেতা-কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও তাতে যুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে।
advertisement
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা। এই দুই নির্বাচনে মোদিই যে বিজেপির প্রধান মুখ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। রাজ্য নেতৃত্বের উপর পূর্ণ আস্থা না রেখে এবার নরেন্দ্র মোদির উপরই 'ভরসা' রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপির এবার হাতিয়ার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mann Ki Baat: আজ প্রধানমন্ত্রীর ৯৮ তম 'মন কি বাত' অনুষ্ঠান, রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement