Arjun Singh: অর্জুন সিংকে 'আটকাতে' মরিয়া চেষ্টা? ফের দিল্লির ডাক, যা হতে চলেছে...
- Published by:Suman Biswas
Last Updated:
Arjun Singh: সম্প্রতি পাট চাষি এবং পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিং।
#নয়াদিল্লি : আবার রাজধানী নয়াদিল্লিতে জরুরি তলব বিজেপি সংসদ অর্জুন সিংকে (Arjun Singh)। বিকেল পাঁচটার বিমানে দিল্লি পৌঁছাবেন তিনি। আজ রাতেই পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সাংসদ। অর্জুন সিং এর দাবি পাট শিল্পের সমস্যা নিয়ে তিনি যে সমস্ত অভাব-অভিযোগের কথা তুলে ধরেছেন সেই শব্দ শুনে একাধিক পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি পাট চাষি এবং পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিং। একাধিকবার বিভিন্ন দরবার করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর আগে প্রায় মধ্যরাতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠক করেন অর্জুন সিং। যদিও তাতে বরফ গলেনি। পাটশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রুটি রুজির স্বার্থে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপি সাংসদের দাবি, পৃথিবীতে পাটশিল্পই একমাত্র ক্ষেত্র, যার সর্বোচ্চ মূল্য স্থির করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, এরফলে ক্ষতি হবে পাটশিল্পের।
advertisement
advertisement
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে পাটের মূল্যে বেঁধে দেওয়া হয়েছে। পাটের বাজার দর যেখানে কুইন্টাল প্রতি ৯ হাজার টাকা, সেখানে কেন্দ্রীয় সরকার পাটের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছে ৬ হাজার টাকা। এদিন তা নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, পাট শিল্পকে বাঁচাতে এই জনবিরোধী নীতি নিয়ে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পিযুষ গোয়েলের দ্বারস্থ হয়েও কোনও সুফল মেলেনি।
advertisement
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী উল্টে প্লাস্টিকের সামগ্রি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে আন্দোলনের হুমকিও দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। অর্জুন সিং বলেন, "পাটশিল্পকে বাঁচাতে সমস্ত ইউনিয়ন, সমস্ত দলকে এগিয়ে আসতে হবে। সেখানে যদি মুখ্যমন্ত্রীও যদি আমাদের ডাকেন, আমাদের যাওয়া উচিত।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 1:30 PM IST