বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত ৪, মানবিক সাহায্য রাজ্য সরকারের
Last Updated:
মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা সাহায্যের আশ্বাস রাজ্য সরকারের
#কলকাতা: ভাইফোঁটার সকালে বাসন্তী হাইওয়েত দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা পিক আপ ভ্যানের। ৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন ন্যাশনাল মেডিক্যালে ভরতি। মৃতদের পরিবারকে মানবিক সাহায্য রাজ্য সরকারের।
মাংস আনতে গিয়ে ফেরা হল না মাধব দাস ও চ্ন্দ্রনাথ ঘোষের। বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। ভাইফোঁটার জন্য সকাল সকাল মাংস কিনতে বেরিয়েছিলেন তাঁরা। কাঁটাতলা থেকে মাংস কিনে ফিরছিলেন তাঁরা। বানতলা মোড়ে উল্টো দিক থেকে আসছিল একটি পিক আপ ভ্যান। হঠাৎই তার পিছনের ডান দিকের চাকা ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে পাশের একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পিক আপ ভ্যানে থাকা কয়েকজন ছিটকে পড়েন।
advertisement
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ন্যাশনাল মেডিক্যালে ভরতি করা হয়। সেখানে মাধব দাস ও চ্ন্দ্রনাথ ঘোষকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও দু’জনের মৃত্যু হয় সেখানে।
advertisement
এদিকে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে মানবিক সাহায্য রাজ্যের। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা সাহায্যের আশ্বাস রাজ্য সরকারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2019 5:50 PM IST