Petrol Diesel Price : দেশজুড়ে অগ্নিমূল্য জ্বালানি, কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম!

Last Updated:

আগের মাসে ১৬ বার দাম বেড়েছে পেট্রল-ডিজেলের (petrol diesel price)। রবিবার ফের একবার বাড়ল পেট্রোল ডিজেলের। শনিবার দাম অপরিবর্তিত থাকলেও, রবিবার পেট্রোলের দামে ফের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

কলকাতা
মুম্বইতে আগেই একশো ছুঁয়েছে পেট্রোলের দাম। এবার তার সঙ্গে পাল্লা দিচ্ছে শহর কলকাতায়। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৬ পয়সা। এদিকে, ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। প্রতি লিটারে এই দাম বৃদ্ধি পাওয়ায় আজ পেট্রোলের দাম এক লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলেক দাম ১ লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা। যে ভাবে ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করছে, তার প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছে বাস মালিক সংগঠনগুলি। সংগঠনের দাবি তিন বছর হতে চলল, দুর্ভাগ্যবশত আজ অবধি একই ভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। গত বছরের মার্চ মাসে কোভিড ১৯ নিয়ে চালু হয় লকডাউন। তখন থেকে আজ অবধি বেসরকারি বাস ঠিক মতো চলাচল করছে না।
advertisement
মুম্বই
মুম্বইতে ১ লিটারে পেট্রোলের দাম ১০১.২৫ টাকা। ডিজেলের দাম ৯৩.৩০ টাকা। এর আগে শনিবার পেট্রোলের দাম মায়ানগরীতে ছিল ১০০.৯৮ টাকা, ডিজেলের দাম ৯২.৯৯ টাকা।
advertisement
দিল্লি
দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.০৩ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৮৫.৯৫ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে। দিল্লিতে শনিবার পেট্রোলের দাম ছিল ৯৪.৭৬ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম ছিল ৮৫.৬৬ টাকা। প্রসঙ্গত, পেট্রোলের দাম দিল্লিতে শনিবার ২৭ পয়সা বাড়ে। অন্যদিকে ডিজেলের দাম ২৮ পয়সা বাড়ে শনিবার।
advertisement
পেট্রোল, ডিজেলের দাম প্রসঙ্গত , প্রতিদিন সকাল ৬ টায় সেদিনের পেট্রোল ডিজেলের দামের নয়া চার্ট প্রকাশ্যে আনা হয়। দামের সঙ্গে শুল্ক ডিলারের কমিশন সংযুক্ত হয়। এসব যুক্ত করতেই দাম হু হু করে বেড়ে যায়। প্রসঙ্গত, স্থানীয় কর ও পরিবহন খরচ ধরে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন হয়। ভোপালে পেট্রোলের দাম ১০৩.১৭ টাকা, ডিজেলের দাম ১০৩.৯৮ টাকা, জয়পুরে পেট্রোলের দাম ১০১.৩০ টাকা দাঁড়িয়েছে।
advertisement
9224992249 নম্বরে RSP

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Petrol Diesel Price : দেশজুড়ে অগ্নিমূল্য জ্বালানি, কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement