Petrol Diesel LPG Price Hike: আজ থেকেই দামি পেট্রোল-ডিজেল, ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অন্যদিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (LPG) পিছু পঞ্চাশ টাকা বেড়ে হল ৯৭৬ টাকা৷
#কলকাতা: আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল৷ পাঁচ রাজ্যে ভোট মিটতেই একসঙ্গে দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের (Petrol Diesel new price in Kolkata)৷ একবারে পঞ্চাশ টাকা দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারেরও (LPG Cylinder Price)৷ আজ মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা৷
সূত্রের খবর, কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা করে বেড়ে হল ১০৫.৫১ টাকা৷ এতদিন তা ছিল ১০৪.৬৮ পয়সা৷ ডিজেলের দামও লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে কলকাতায় দাম দাঁড়ালো ৯০.৬২ পয়সা৷
অন্যদিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বেড়ে হল ৯৭৬ টাকা৷ শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম ৮ টাকা কমে হয়েছে ২০৮৭ টাকা৷
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় তিন মাস পেট্রোল- ডিজেলের দাম অপরিবর্তিত ছিল৷ বিশেষজ্ঞরা অনেকেই বলেছিলেন, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্যই তেলের মূল্যবৃদ্ধিতে লাগাম টানা হয়েছিল৷ এমন কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়নি৷ কিন্তু দাম যে বাড়বে সেই আশঙ্কা ছিলই৷
advertisement
এই অবস্থায় শনিবার শিল্পেক্ষেত্রে ব্যবহার্য ডিজেলের দাম লিটার পিছু বাড়ানো হয়েছে৷ এবার আমজনতাকে ধাক্কা দিয়ে পেট্রোল- ডিজেল তো বটেই, একসঙ্গে বাড়ানো হল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দামও৷
ভারত অবশ্য ইতিমধ্যেই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু তার সুফল আমজনতা কবে পান, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2022 11:23 PM IST