Petrol Diesel LPG Price Hike: আজ থেকেই দামি পেট্রোল-ডিজেল, ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

Last Updated:

অন্যদিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (LPG) পিছু পঞ্চাশ টাকা বেড়ে হল ৯৭৬ টাকা৷

একসঙ্গে দাম বাড়ল পেট্রোল, ডিজেল এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের৷
একসঙ্গে দাম বাড়ল পেট্রোল, ডিজেল এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের৷
#কলকাতা: আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল৷ পাঁচ রাজ্যে ভোট মিটতেই একসঙ্গে দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের (Petrol Diesel new price in Kolkata)৷ একবারে পঞ্চাশ টাকা দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারেরও (LPG Cylinder Price)৷ আজ মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা৷
সূত্রের খবর, কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা করে বেড়ে হল ১০৫.৫১ টাকা৷ এতদিন তা ছিল ১০৪.৬৮ পয়সা৷ ডিজেলের দামও লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে কলকাতায় দাম দাঁড়ালো ৯০.৬২ পয়সা৷
অন্যদিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বেড়ে হল ৯৭৬ টাকা৷ শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম ৮ টাকা কমে হয়েছে ২০৮৭ টাকা৷
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় তিন মাস পেট্রোল- ডিজেলের দাম অপরিবর্তিত ছিল৷ বিশেষজ্ঞরা অনেকেই বলেছিলেন, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্যই তেলের মূল্যবৃদ্ধিতে লাগাম টানা হয়েছিল৷ এমন কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়নি৷ কিন্তু দাম যে বাড়বে সেই আশঙ্কা ছিলই৷
advertisement
এই অবস্থায় শনিবার শিল্পেক্ষেত্রে ব্যবহার্য ডিজেলের দাম লিটার পিছু বাড়ানো হয়েছে৷ এবার আমজনতাকে ধাক্কা দিয়ে পেট্রোল- ডিজেল তো বটেই, একসঙ্গে বাড়ানো হল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দামও৷
ভারত অবশ্য ইতিমধ্যেই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু তার সুফল আমজনতা কবে পান, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Petrol Diesel LPG Price Hike: আজ থেকেই দামি পেট্রোল-ডিজেল, ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement