মাস্ক, গ্লভস কিছুই নেই...বাসের জন্য হুড়োহুড়ি চলছে, খোদ কলকাতার ছবি দেখলে অবাক হবেন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
রাসবিহারীতে বাস ধরার জন্য যেভাবে হুড়োহুড়ি করছেন যাত্রীরা তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
#কলকাতা: গতকালই সবে লকডাউনে কিছুটা ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১ জুন থেকে ধর্মীয়স্থানে ছাড় দেওয়া হয়েছে । ৮ জুন থেকে খুলবে অফিস-কাছারিও । কিন্তু সবকিছুই সামাজিক বিধি মেনে করার কথা বলা হচ্ছে বারবার ।
তবে শনিবার সকালের দৃশ্যটা দেখলে কেউ-ই বুঝতে পারবেন না, শহরে লকডাউন চলছে । রাস্তাঘাটে প্রচুর লোক, বাস, গাড়ি, দোকানপাটও প্রায় সবই খোলা । ২০ জন যাত্রী নিয়ে সরকারি বাস চলাচলের সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এবার জানালেন, যে ক’টা আসন, সেই ক’জনকে নিয়ে বাস চলাচল করতে পারবে । কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল উল্টো পরিস্থিতি । সরকারি নিয়ম মানার বালাই নেই ।
advertisement
রাসবিহারীতে বাস ধরার জন্য যেভাবে হুড়োহুড়ি করছেন যাত্রীরা তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস না পেয়ে বাড়ছে ভিড়। সামাজিক দূরত্ব শিকেয় । নির্ধারিত যাত্রী পূরণ হওয়ার কারণে অধিকাংশ বাসই দাঁড়াচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝে বাস ধরার জন্য দৌড়ঝাঁপ করছেন যাত্রীরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 11:56 AM IST