মাস্ক, গ্লভস কিছুই নেই...বাসের জন্য হুড়োহুড়ি চলছে, খোদ কলকাতার ছবি দেখলে অবাক হবেন

Last Updated:

রাসবিহারীতে বাস ধরার জন্য যেভাবে হুড়োহুড়ি করছেন যাত্রীরা তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

#কলকাতা: গতকালই সবে লকডাউনে কিছুটা ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১ জুন থেকে ধর্মীয়স্থানে ছাড় দেওয়া হয়েছে । ৮ জুন থেকে খুলবে অফিস-কাছারিও । কিন্তু সবকিছুই সামাজিক বিধি মেনে করার কথা বলা হচ্ছে বারবার ।
তবে শনিবার সকালের দৃশ্যটা দেখলে কেউ-ই বুঝতে পারবেন না, শহরে লকডাউন চলছে । রাস্তাঘাটে প্রচুর লোক, বাস, গাড়ি, দোকানপাটও প্রায় সবই খোলা । ২০ জন যাত্রী নিয়ে সরকারি বাস চলাচলের সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এবার জানালেন, যে ক’টা আসন, সেই ক’জনকে নিয়ে বাস চলাচল করতে পারবে । কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল উল্টো পরিস্থিতি । সরকারি নিয়ম মানার বালাই নেই ।
advertisement
রাসবিহারীতে বাস ধরার জন্য যেভাবে হুড়োহুড়ি করছেন যাত্রীরা তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস না পেয়ে বাড়ছে ভিড়। সামাজিক দূরত্ব শিকেয় । নির্ধারিত যাত্রী পূরণ হওয়ার কারণে অধিকাংশ বাসই দাঁড়াচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝে বাস ধরার জন্য দৌড়ঝাঁপ করছেন যাত্রীরা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাস্ক, গ্লভস কিছুই নেই...বাসের জন্য হুড়োহুড়ি চলছে, খোদ কলকাতার ছবি দেখলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement