জমজমাট আলোর বাজার, হটকেকের মত বিক্রি হচ্ছে ক্যান্ডেল টুনি
Last Updated:
দীপাবলি মানেই আলোর উৎসব। তা সে আতসবাজি হোক বা টুনি। কালীপুজোর আগে শেষ রবিবার জমে উঠেছে আলোর বাজার।
#কলকাতা: দীপাবলি মানেই আলোর উৎসব। তা সে আতসবাজি হোক বা টুনি। কালীপুজোর আগে শেষ রবিবার জমে উঠেছে আলোর বাজার। মিলছে ডায়মন্ড, ক্রিস্টাল ও পেনসিল টুনি। হটকেকের মত বিক্রি হচ্ছে বৈদ্যুতিক মোমবাতি।
সাঁঝ বাতির জায়গা নিয়েছে টুনি। কালীপুজোয় মোমবাতি বা প্রদীপ জ্বালানোই রেওয়াজ। এখন সেই জায়গা দখল করেছে টুনি। রং-বে রং-এর নানান টুনিতে ছেয়ে গেছে বাজার।
আর কয়েকদিনের অপেক্ষা। আলোর উৎসবে মাতবে গোটা দেশ। অন্য বারের মত এবছও এজরা স্ট্রিটে আলোর বাজার ছেয়ে গেছে হাল ফ্যাশানের নানা টুনিতে। দোকান তো রয়েছেই। ফুটপাথও ছেয়ে গেছে রঙিন আলোতে।
advertisement
advertisement
এবছর সব থেকে বেশি চাহিদা ক্যান্ডেল টুনির।
দাম
- ডায়মন্ড টুনি ৪৫০ টাকা
- পেনসিল টুনি ৩০০-৪০০ টাকা
- ক্রিস্টাল টুনি ২৫০ টাকা
- ক্যান্ডেল টুনি ১৫-২৫ টাকা
- এলইডি চেন ১০০ টাকা
- রাইস চেন ২৫-৬০ টাকা
advertisement
গত বছরের তুলনায় আলোর দাম খুব একটা বাড়েনি। তবে ক্রেতার সংখ্যা কিছুটা কম বলে দাবি বিক্রেতাদের।
দুষণমুক্ত পরিবেশে আলোক উৎসব হোক আরও রঙিন। চাইছেন সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2017 9:17 AM IST