corona virus btn
corona virus btn
Loading

ছবি তুলে পাঠিয়েছে নাকি চন্দ্রযান বিক্রম! কলকাতার এই রাস্তা দেখে ভুল করছেন সকলে

ছবি তুলে পাঠিয়েছে নাকি চন্দ্রযান বিক্রম! কলকাতার এই রাস্তা দেখে ভুল করছেন সকলে

অবস্থা দেখে অনেকে মজা করে বলছেন, এতো চন্দ্রযান চাঁদের মাটির ছবি তুলে পাঠিয়েছে ৷

  • Share this:

#কলকাতা: রাস্তার মাঝে বড় বড় গর্ত। কোথাও বা পিচ উঠে গিয়েছে। দেখে বোঝার উপায় নেই, এই রাস্তা সারাই হয়েছিল একবছর আগেই। বছর ঘুরতে না ঘুরতেই ফের বেহাল দশা পোর্ট রোডের। প্রায় ৫৫ কোটি টাকা খরচ করে ফের শুরু হয়েছে রাস্তা মেরামতি। টাকার অপচয় ও কাজের মান নিয়ে উঠছে প্রশ্ন। অবস্থা দেখে অনেকে মজা করে বলছেন, এতো চন্দ্রযান চাঁদের মাটির ছবি তুলে পাঠিয়েছে  ৷

কলকাতা বন্দরের তারাতলা রোড, হাইড রোড, কোল ডক রোড, সোনারপুর রোড, কাঁটাপুকুর রোড.. বর্ষায় খানাখন্দে জল জমে ছোটোখাটো একটা পুকুরে পরিণত হয় পোর্ট রোড। তার মধ্যেই চলছে আট চাকা-দশ চাকার ভারী পণ্যবাহী গাড়ি। তাতে রাস্তার হাল আরও খারাপ হয়েছে। potholes রাস্তায় গর্ত
দুর্ঘটনা, যানজট লেগেই থাকে। বজবজ, মহেশতলা, বেহালা যেতে চরম হয়রানির শিকার যাত্রীরা। কিন্তু কে করবে রাস্তা মেরমাতি? রাজ্য না কলকাতা বন্দর কর্তৃপক্ষ? সেই প্রশ্নেই আটকে ছিল কাজ। প্রায় ৫৫ কোটি টাকা খরচ করে ফের রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে রাস্তা মেরামত করেও কোনও লাভ হয়নি। তাই বন্দর কর্তৃপক্ষ এই রাস্তা দিয়ে পণ্যবোঝাই ভারী গাড়ি চলাচল বন্ধ করতে চাইছে। বদলে চালু হবে রোরো সার্ভিস।
First published: September 22, 2019, 9:31 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर