Home /News /kolkata /
অষ্টমী পেরিয়ে আজ নবমী, উ‍ৎসব মুখর রাজ্যবাসী

অষ্টমী পেরিয়ে আজ নবমী, উ‍ৎসব মুখর রাজ্যবাসী

 • Share this:

  #কলকাতা: অষ্টমী পেরিয়ে আজ নবমী। উ‍ৎসব মুখর রাজ্যবাসী। স্লগওভারে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। ঢাকের তালে ধুনুচি নাচ। শারদোৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। উৎসবে ঝলমলে রাজ্য। কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। বিভিন্ন মণ্ডপে উপচে পড়া ভিড়।

  আরও পড়ুন: উপত্যকায় গুলির লড়াইয়ে খতম তিন লস্কর ই তৈবা জঙ্গি

  আজ শারদীয় দুর্গাপুজোর চতুর্থ দিন, মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পুজো শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। বনেদি বাড়িগুলিতে প্রথা মেনে চলছে বিশেষ পুজো। চালকুমড়ো বলির পাশাপাশি হবে যজ্ঞও ৷

  আরও পড়ুন: চাকরির টোপ দিয়ে পুরীতে টানা ১০ দিন ১২ জন মিলে ধর্ষণ তরুণীকে

  চোখে এখনও উত্‍সবের রেশ ৷ আজই তো আনন্দের শেষ দিন ৷ তারপরেই তো আবার ফের ফেরা সেই একঘেয়ে জীবনে ৷ আজ যে মহানবমী ৷ রাত পোহালেই ঘরে ফিরবেন উমা. উদযাপনের শেষবেলায় তাই যত তোড়জোড়. রাত ফুরোলেই যে ফের সাদামাটা একঘেয়ে জীবন ৷ তাই উৎসবের স্পিরিটটা আজ ধরেই রাখুন ৷ বালিগঞ্জের দুর্গা বাড়িতে সন্ধ্যে আরতি দেখা বা ম্যাডক্স স্কোয়ারে বন্ধু-আত্মীস্বজনদের সঙ্গে আড্ডা ৷

  আরও পড়ুন: Me Too-র জের পদত্যাগ করলেন এম জে আকবর

  First published:

  Tags: Durga Puja, Durga Puja 2018, Mahanabami

  পরবর্তী খবর