নিরাপত্তার কারণে এখনই খুলছে না বিশ্ববাংলা গেট ও রেস্তোরাঁ, সিদ্ধান্ত প্রশাসনের
Last Updated:
কাজ শেষ তবে এখনই খুলছে না বিশ্ববাংলা গেট। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত পুর ও নগরোন্নয়ন দফতরের। অত্যাধুনিক এই স্থাপত্যের দৃঢ়তা যাচাই করতে রাইটসের সাহায্য নিচ্ছে প্রশাসন।
#কলকাতা: কাজ শেষ তবে এখনই খুলছে না বিশ্ববাংলা গেট। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত পুর ও নগরোন্নয়ন দফতরের। অত্যাধুনিক এই স্থাপত্যের দৃঢ়তা যাচাই করতে রাইটসের সাহায্য নিচ্ছে প্রশাসন।
বিমানে সওয়ার না হয়েও মিলবে বার্ড আই ভিউ-এর মজা। সঙ্গে এলাহী খাওয়া-দাওয়ার ব্যবস্থা। মূলত এই দুটি কারণেই নিউটাউনে বিশ্ব বাংলা গেট তৈরির পরিকল্পনা নেয় রাজ্য সরকার। নির্মাণ কাজ শেষ। কথা ছিল, চলতি মাসেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে বিশ্ব বাংলা গেট ও রেস্তোরাঁ। সেই পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে। নিরাপত্তার স্বার্থে এই নির্মাণকে ফিট সার্টিফিকেট দিতে নারাজ দমকল।
advertisement
এতটা উচ্চতায় আগুন জ্বেলে রান্না করা বিপজ্জনক ৷ আগুন লাগলে হাই ল্যাডার না থাকায় উদ্ধারকাজে সমস্যা হতে পারে ৷ দুটি সিঁড়ি ও একটি লিফ্ট দিয়ে উদ্ধারকাজ চালানো নিয়েও সংশয় থাকছে ৷
advertisement
ভূমিকম্প বা অন্য কোনও দুর্যোগের ধাক্কা আদৌ এই স্থাপত্য সহ্য করতে পারবে কি না, সে বিষয়েও নিশ্চিত হতে চায় প্রশাসন। কেন্দ্রীয় সংস্থা রাইটসকে তা খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।
advertisement
প্রথমে ঠিক ছিল বিশ্ব বাংলা গেটের মাথায় লোহার তৈরি একটি গ্লোব বসানো হবে। বসানোর সময়ই সেটি নীচে পড়ে যাওয়ায় পরিকল্পনা বদল করতে বাধ্য হয় প্রশাসন। লোহার গ্লোবের বদলে ওই জায়গায় একটি বড় বেলুন ঝোলানোর সিদ্ধান্ত হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2018 1:15 PM IST