১৮ মে থেকে ফের খুলছে পিয়ারলেস হাসপাতাল, শুরু হবে রোগী ভরতির প্রক্রিয়া
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হাসপাতালে তৈরি হয়েছে করোনা ওয়ার্ড। থাকছে ৩০টি শয্যা এবং ৮টি আইসিইউ।
#কলকাতা: অবশেষে আতঙ্ক জয়। নতুন করে খুলছে পিয়ারলেস। করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত অত্যাধুনিক ব্যবস্থা। ১৮মে, সোমবার থেকে হাসপাতাল সব পরিষেবা নিয়ে হাজির হচ্ছে। আবারও শুরু হবে ভরতি প্রক্রিয়া।
শনিবারই হাসতাপাতালের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের স্যানিটাইজেশনের কাজ শেষ হয়েছে। হাসপাতালে তৈরি হয়েছে করোনা ওয়ার্ড। থাকছে ৩০টি শয্যা এবং ৮টি আইসিইউ।
পিয়ারলেস হাসপাতালে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী ভরতি ছিলেন। কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। তারপর প্রায় ৮০ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারান্টিনে চলে যেতে হয়। গত ৫ মে পিয়ারলেস হাসপাতাল আংশিক বন্ধ হয়ে যায়। কিন্তু, বিপদ কেটেছে। কোয়ারান্টিনে থেকে বেশিরভাগই হাসপাতালে আবার কাজে যোগ দিয়েছেন। ফলে হাসপাতাল আগের মতোই রোগী পরিষেবা দিতে পারবে।
advertisement
advertisement
পিয়ারলেস হাসপাতালে নতুন করে অত্যাধুনিক করোনা ওয়ার্ড খোলা হচ্ছে। আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ নিয়ে পৃথক করোনা ওয়ার্ড তৈরি করা হয়েছে। ৪০ লক্ষ টাকা খরচ করে হাসপাতালের ছাদে বিশেষ চিমনি লাগানো হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা করে তৈরি হয়েছে ডায়ালিসিস ইউনিট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2020 11:18 PM IST