ভেঙে পড়ছে পিস হাভেন, শতাব্দী প্রাচীন শবাগার ১ মাস বন্ধ

Last Updated:

ঐতিহ্যের শহর কলকাতা থেকে নিঃশ্বব্দে মুছে যাচ্ছে ঐতিহ্য। রফি আহমেদ কিদওয়াই রোড এবং বো ব্যারাকের দুই শতাব্দী প্রাচীন শবাগার। দুটিই বন্ধ।

#কলকাতা: ঐতিহ্যের শহর কলকাতা থেকে নিঃশ্বব্দে মুছে যাচ্ছে ঐতিহ্য। রফি আহমেদ কিদওয়াই রোড এবং বো ব্যারাকের দুই শতাব্দী প্রাচীন শবাগার। দুটিই বন্ধ। দুটিরই দিন ফুরিয়েছে। আধুনিক কলকাতার ভরসা এখন তপসিয়ার পিস ওয়ার্ল্ড।
এই বাড়িটাই ছিল অনেকের শেষ ঠাঁই। শরীর তখন দেহ হয়েছে। মৃতদেহ। কিন্তু, প্রিয়জনেরা থাকেন অনেক দূরে। তাদের আসা পর্যন্ত তাই নিথর দেহের শুয়ে থাকা। শেষযাত্রার অগে শেষ কিছুক্ষণের অপেক্ষা। রফি আহমেদ কিদওয়াই রোডের এই শতাব্দীপ্রাচীন বাড়িটাই ছিল শেষযাত্রার আগের ঠিকানা। পিস হাভেন। সেটাও এবার বিলুপ্তির পথে। নীরবে কলকাতার বুক থেকে মুছে যাচ্ছে আরেক ঐতিহ্য। আইনি জটিলতা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় এক মাস ধরে এই পিস হাভেন বন্ধ। ব্রিটিশ আমলের যে বাড়িটায় আগে এগারোটি দেহ শুয়ে থাকত, সেই বাড়িটার এখন ভগ্ন দশা। রবিবার এর একাংশ ভেঙেও পড়ে।
advertisement
একসময় এই পিস হাভেনে কফিনও তৈরি হত। সেই কফিনেই ব্রিটিশদের দেহ তাঁদের দেশে পাঠানো হত। এই বাড়িটা কলকাতাকে অনেক দিন ধরে দেখেছে। দেখেছে, বহু সমাপ্তি। এখানে রাখা ছিল বহু বিশিষ্টজন এবং রাজনীতিকদের দেহ।
advertisement
একই হাল বো ব্যারাকের এই শবাগারটিরও। এর বয়স প্রায় ২০০ বছর। এটিরও দিন ফুরিয়েছে।
আধুনিক কলকাতায় এখন রাজ্য সরকারের তৈরি করা তপসিয়ার এই পিস ওয়ার্ল্ডই ভরসা। ২০১৫ সালে এটি তৈরি করা হয়। ২৪ জনের দেহ রাখা যায়।
advertisement
এখানে উন্নত পরিকাঠামো আছে। আধুনিক প্রযুক্তি আছে। কিন্তু, ঐতিহ্য? সে তো হারিয়ে গেল। সবার অজান্তে। নীরবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভেঙে পড়ছে পিস হাভেন, শতাব্দী প্রাচীন শবাগার ১ মাস বন্ধ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement