২ লক্ষ টাকায় নাকি মিলছে প্রাথমিক শিক্ষক পদে চাকরি !

Last Updated:

ভারতীয় দন্ডবিধির ৪০৬, ৪২০ ধারায় অভিযুক্ত হয় বিধায়ক মণিরুল ইসলাম সহ অন্যান্যরা। তদন্তে নেমে পুলিশ দু'জনকে গ্রেফতার করে।

#কলকাতা: কড়কড়ে ২ লক্ষ টাকা দিলেই হাতে গরম চাকরি! তাও প্রাথমিক শিক্ষক পদে। এমন একটা বার্তা ২০১৪, ২০১৫, ২০১৬,২০১৭ চার বছর ধরে ছড়িয়ে দেওয়া হয় বেকার যুবক যুবতীদের কাছে, খুব সন্তর্পনে। গ্র্যাজুয়েট কিংবা মাস্টার ডিগ্রি করার পর কারই  না শখ হয় একটা ভালো চাকরির।  বীরভূম জেলায় এমন বার্তা খুব বেশি করে আসছিল লাভপুর থেকে। কেউ লোন নিয়ে কেউ জমি বিক্রি করে আবার কেউ মায়ের সোনার গয়না বিক্রি করে টাকা জোগাড় করতে থাকল। বিশ্বজিৎ মন্ডল, কাজল রায় মতন অনেক যুবক অভিযোগ জানাল লাভপুর থানায়। অভিযোগ পেয়ে  বিধায়ক মনিরুল ইসলাম ও তাঁর ভাইদের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ।
ভারতীয় দন্ডবিধির ৪০৬, ৪২০ ধারায় অভিযুক্ত হয় বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। তদন্তে নেমে পুলিশ দু'জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারের আশঙ্কায় মনিরুল ইসলাম কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন জানালেন। সেই আবেদনের শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও ব্যাকফুটে পুলিশ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ৪ বছর আগে একজন ঋণ নিল আর সেই ঋনের টাকা দু বছর আগে ঘুষ হিসেবে দিল। জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। কিন্তু কবে ঘুষের টাকা জনপ্রতিনিধি ও তার সঙ্গীদের দেওয়া হল তার কোনও উল্লেখ নেই পুলিশের নথিতে। মুখ্য সরকারি আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় আদালতকে জানান, " অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার পর ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।"
advertisement
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। বীরভূমের লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম ইদানিং গেরুয়া শিবিরের সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন। তাই কি এমন অভিযোগ তার বিরুদ্ধে। মনিরুল ইসলামের আইনজীবী সাবির আহমেদের কথায়, " পুলিশের দাবির সঙ্গে নথির একাধিক খামতি খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ। ৬ সপ্তাহ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা যাবে না বলেও আদেশ জারি করেছে হাইকোর্ট। ৪সপ্তাহ পর ফের মামলার শুনানি।" শুনানি চলাকালীন এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, "সমস্ত অস্থিরতা রাজনৈতিক ক্ষমতার জন্যই।"পদ্ম শিবিরে নাম লেখানো বিধায়ক মনিরুল ইসলামের লাভপুর ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। অভিযুক্ত হাইকোর্ট থেকে স্বস্তি পেয়েছেন। প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাননি এমন বেকারের সংখ্যা লক্ষ লক্ষ। ঘুষ দিয়ে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে চাকরি।  পুলিশের তদন্তে এমন সত্য উঠে আসবে কি?  উত্তর দেবে ভবিষ্যৎ।
advertisement
advertisement
ARNAB HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২ লক্ষ টাকায় নাকি মিলছে প্রাথমিক শিক্ষক পদে চাকরি !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement