Patuli Old Lady: 'মাকে গলাটিপে, পুড়িয়ে আমিই মেরেছি!' থানায় ঢুকে অপরাধ কবুল ছেলের, পাটুলিকাণ্ডে হতবাক কলকাতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Patuli Old Lady: পাটুলিতে বৃদ্ধার রহস্য মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার বৃদ্ধার ছেলে। রবিবার পাটুলি থানায় এসে নিজেই আত্মসমর্পন করে মৃতার পুত্র।
কলকাতা: পাটুলিতে বৃদ্ধার রহস্য মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার বৃদ্ধার ছেলে। রবিবার পাটুলি থানায় এসে নিজেই আত্মসমর্পন করে মৃতার পুত্র। মাকে নিজেই খুন করেছেন, স্বীকার ব্যাঙ্ককর্মী ছেলের। অভিযুক্ত ব্যক্তির নাম অভিষেক মৈত্র, পেশায় ব্যাঙ্ককর্মী।
টাকা পয়সা জনিত বিবাদের জেরেই মাকে খুন, থানায় আত্মসমর্পন করে স্বীকার মৃতা বৃদ্ধার ছেলের। গত বুধবার বুধবার পাটুলিতে ৭২ বছর বয়সী বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত, বৃদ্ধাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর ঘরের মধ্যেই আগুন দেওয়া হয়, যার জেরে পুড়ে যায় শরীর।
advertisement
advertisement
সূত্রের খবর, মৃতা বৃদ্ধার নাম মালবিকা মৈত্র। এই ঘটনার পর থেকেই মৃতার ছেলে বেপাত্তা৷ বৃদ্ধার অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার মতও রয়েছে। সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ, যাতে বৃদ্ধার ছেলে সেই টাকা তুলতে না পারেন। যদিও মৃত্যুর কারণ ঘিরে ঘনায় রহস্য। মৃতার ছেলেই খুনি কিনা, তাও প্রথমেই জানা যায়নি। তবে এবার মাকে খুনের কথা নিজেই স্বীকার করল ছেলে।
advertisement
আরও পড়ুন: বঙ্গজুড়ে দাবদাহ! চড়চড়িয়ে বাড়ছে তাপের পারদ…বৃষ্টি কবে হবে? দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস
স্থানীয় সূত্রে খবর, পাটুলির বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ছেলের সঙ্গে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখে এলাকার বাসিন্দারাই দমকলে খবর দেন৷ সেই সময় ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল৷ দমকল এবং পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঘরের ভিতরে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 5:58 PM IST