#কলকাতা: জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে এনআরএসে অচলাবস্থা। আউটডোর ও এমারজেন্সি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির মুখে রোগীরা। রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে বাধ্য হয়ে ফিরে যান।চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে অশান্ত এনআরএস। হামলার অভিযোগ তুলে হাসপাতালের দরজায় তালা লাগিয়ে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। যার ফল ভুগতে হল রোগী ও পরিজনদের। দূরদূরান্ত থেকে রোগীরা এসে দেখলেন, আউটডোর ও এমারজেন্সি বন্ধ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।