NRS কাণ্ডের প্রতিবাদে চরম অচলাবস্থা হাসপাতালে, চূড়ান্ত হয়রানির শিকার রোগীরা
Last Updated:
হামলার অভিযোগ তুলে হাসপাতালের দরজায় তালা লাগিয়ে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা।
#কলকাতা: জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে এনআরএসে অচলাবস্থা। আউটডোর ও এমারজেন্সি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির মুখে রোগীরা। রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে বাধ্য হয়ে ফিরে যান।
চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে অশান্ত এনআরএস। হামলার অভিযোগ তুলে হাসপাতালের দরজায় তালা লাগিয়ে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। যার ফল ভুগতে হল রোগী ও পরিজনদের। দূরদূরান্ত থেকে রোগীরা এসে দেখলেন, আউটডোর ও এমারজেন্সি বন্ধ।
রাস্তায় অপেক্ষা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তখনও, তালা না খুলে ভিডিওগ্রাফি করতে থাকেন আন্দোলনকারীরা। এরপরই, রোগীর আত্মীয়রা তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন।
advertisement
advertisement
যাঁদের রোগী ভিতরে ভর্তি, তাঁরা ঢুকতে পারেননি। যাঁরা ডাক্তার দেখাতে এসেছিলেন, তাঁরাও ফিরে গিয়েছেন। জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভে দিনভর নাকাল হলেন রোগী ও তাঁদের আত্মীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2019 11:48 AM IST