হোম /খবর /কলকাতা /
NRS কাণ্ডের প্রতিবাদে চরম অচলাবস্থা হাসপাতালে, চূড়ান্ত হয়রানির শিকার রোগীরা

NRS কাণ্ডের প্রতিবাদে চরম অচলাবস্থা হাসপাতালে, চূড়ান্ত হয়রানির শিকার রোগীরা

হামলার অভিযোগ তুলে হাসপাতালের দরজায় তালা লাগিয়ে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে এনআরএসে অচলাবস্থা। আউটডোর ও এমারজেন্সি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির মুখে রোগীরা। রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে বাধ্য হয়ে ফিরে যান।চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে অশান্ত এনআরএস। হামলার অভিযোগ তুলে হাসপাতালের দরজায় তালা লাগিয়ে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। যার ফল ভুগতে হল রোগী ও পরিজনদের। দূরদূরান্ত থেকে রোগীরা এসে দেখলেন, আউটডোর ও এমারজেন্সি বন্ধ।রাস্তায় অপেক্ষা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তখনও, তালা না খুলে ভিডিওগ্রাফি করতে থাকেন আন্দোলনকারীরা। এরপরই, রোগীর আত্মীয়রা তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন।যাঁদের রোগী ভিতরে ভর্তি, তাঁরা ঢুকতে পারেননি। যাঁরা ডাক্তার দেখাতে এসেছিলেন, তাঁরাও ফিরে গিয়েছেন। জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভে দিনভর নাকাল হলেন রোগী ও তাঁদের আত্মীয়রা।

    First published:

    Tags: NRS, NRS Chaos, Protest