Partha Chattopadhyay-CBI: অনুব্রত জামিন পেলেও পার্থের ভাগ্যের শিকে ছেঁড়েনি, জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা সিবিআই-এর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে প্রেসিডেন্সি সংশোধনাগারে টানা ৩ ঘণ্টা জেরা করল সিবিআই। চলতি মাসের গোড়ার দিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেয় বিশেষ সিবিআই আদালত
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে প্রেসিডেন্সি সংশোধনাগারে টানা ৩ ঘণ্টা জেরা করল সিবিআই। চলতি মাসের গোড়ার দিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেয় বিশেষ সিবিআই আদালত।
গত ১ অক্টোবর পার্থকে সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে আদালতের অনুমতিতে প্রাথমিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। গত ১ অক্টোবর তাঁকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তারপরেই পার্থকে গ্রেফতার করে সিবিআই। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে হাজির করানোর পর গ্রেফতার করে সিবিআই। জেলে গিয়ে পার্থকে জেরার জন্য কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে টানা ৩ ঘণ্টা পার্থকে জেরা করে সিবিআই।
advertisement
advertisement
আরও পড়ুন:কালীপুজো-দীপাবলিতে টানা কতদিন ছুটি? কত তারিখ থেকে কবে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ-অফিস? রইল তালিকা
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শেষ শুনানি ছিল ৭ অক্টোবর, কলকাতা হাই কোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে । তবে সেদিন রায়দান স্থগিত রাখা হয়। মনে করা হচ্ছে, পুজোর পরে এই মামলার রায়দান হতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ছাড়াও গ্রেফতার করা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে। ৭ অক্টোবর তাঁদের জামিন মামলার শুনানিও ছিল হাই কোর্টে। সেই শুনানিও শেষ হয়েছে। ষষ্ঠী থেকে হাই কোর্টে পুজোর ছুটি শুরু হচ্ছে। আদালত বন্ধ থাকবে নভেম্বর পর্যন্ত। নভেম্বরের প্রথম সপ্তাহে আদালত খুললে পার্থদের মামলার রায়দান হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 3:12 PM IST