Partha Chatterjee: মমতার সিদ্ধান্তে সমর্থন! দলের শাস্তিতে অভিমানী পার্থ বললেন, 'সময় বলবে'

Last Updated:

এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷

দলের সিদ্ধান্তে অভিমান পার্থর?
দলের সিদ্ধান্তে অভিমান পার্থর?
#কলকাতা: মন্ত্রিত্ব থেকে অব্যাহত দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সিদ্ধান্তকেই সমর্থন জানালেন পার্থ চট্টোপাধ্যায়৷ তবে একই সঙ্গে তাঁক দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত সঠিক কি না তা সময় বলবে বলে মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলের সিদ্ধান্তে যে তিনি অখুশি, এই মন্তব্যের মধ্যে দিয়েই তা কার্যত স্পষ্ট করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়৷
এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতের নির্দেশ মতো মেডিক্যাল টেস্ট করানো হয় তাঁর৷ হাসপাতালে ঢোকার সময়ই মন্ত্রিত্ব এবং দলীয় পদ হারানো নিয়ে পার্থর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা৷ জবাবে পার্থ দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ তবে কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশদে তা বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
advertisement
advertisement
 মেডিক্যাল টেস্ট শেষে বেরনোর সময় ফের পার্থ চট্টোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তখনই পার্থ বলেন, 'যারা ষড়যন্ত্ক করেছে তারা জানতে পারবেন৷'
এর পরেই তাঁর কাছে সাংবাদিকরা জানতে চান, দলের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন কি না? জবাবে পার্থ বলেন, 'সময় বলবে৷' মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার যে সিদ্ধান্ত জানিয়েছেন, তা নিয়েও পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে অবশ্য সম্মতি জানান প্রাক্তন শিক্ষা মন্ত্রী৷
advertisement
গতকাল প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তার কয়েক ঘণ্টার মধ্যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করেন অভিষেক৷ এর পরেই এ দিন ষড়যন্ত্রের অভিযোগে সরব হন পার্থ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: মমতার সিদ্ধান্তে সমর্থন! দলের শাস্তিতে অভিমানী পার্থ বললেন, 'সময় বলবে'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement