‘দেবশ্রী এখনও তৃণমূল বিধায়ক, রাজনীতি নয়, গল্প তো তিন চরিত্র নিয়ে’, মন্তব্য পার্থের
Last Updated:
বারবার বিজেপির দরজায় কড়া নাড়লেও মেলেনি সাড়া। পদ্মে ঠোক্কর খেয়ে জোড়া ফুলেই থাকছেন দেবশ্রীয় রায়? উঠছে প্রশ্ন ৷
#কলকাতা: এবার ত্রিকোণ সম্পর্কের কথা উঠে এল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ৷ একইসঙ্গে স্পষ্ট করলেন দেবশ্রী রায় এখনও তৃণমূল কংগ্রেসেই আছেন ৷ অগাস্টের মাঝামাঝি থেকে অনুপস্থিত থাকার পর বুধবার প্রথম স্ট্যাডিং কমিটির বৈঠকে যোগ দিলেন রায়দীঘির বিধায়ক দেবশ্রী রায় ৷
শোভন-বৈশাখী-দেবশ্রী নিয়ে বঙ্গ রাজনীতির অন্দরে চলছে মুখরোচক আলোচনা ৷ শোভন-বৈশাখীর বাধা। বারবার বিজেপির দরজায় কড়া নাড়লেও মেলেনি সাড়া। পদ্মে ঠোক্কর খেয়ে জোড়া ফুলেই থাকছেন দেবশ্রীয় রায়? উঠছে প্রশ্ন ৷ নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে হাজিরার পর ফের প্রকাশ্যে। বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক। তৃণমূলের মহিলা বিধায়কদের সঙ্গে কথা রায়দিঘির বিধায়কের।
দেবশ্রীর উপস্থিতি নিয়ে দলের মহাসচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেবশ্রী রায়ের শুভবুদ্ধির উদয় হয়েছে ৷ উনি এখনও তৃণমূল বিধায়ক, এটা ভাল ৷’ এখানেই শেষ নয়, নাম না করে শোভন-বৈশাখীকে কটাক্ষ করে বলেন, ‘বিতর্ক তো ত্রিকোণ সম্পর্ক নিয়ে ৷ এতে কোনও রাজনীতি নেই ৷’
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 11, 2019 9:17 PM IST