Partha Chatterjee at SSKM: 'শরীর ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি', চিকিৎসকদের প্রশ্নেও জবাব এড়ালেন মনমরা পার্থ

Last Updated:

এ দিন পরীক্ষা করার সময় চিকিৎসকরা বার বার পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান, তাঁর শরীরে কী সমস্যা হচ্ছে?

পার্থ চট্টোপাধ্যায়৷
পার্থ চট্টোপাধ্যায়৷
#কলকাতা: ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে বুকে হাত দিয়ে বুঝিয়েছিলেন, সেখানেই তাঁর যন্ত্রণা৷ এ দিন এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার সময়ও তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কেমন আছেন? পার্থ চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জবাব, 'শরীর ভাল নেই, তবে ভাল থাকার চেষ্টা করছি৷'
জেলে গিয়ে যে স্বাভাবিক ভাবেই তাঁর মন ভাল নেই, প্রাক্তন মন্ত্রীর এই সংক্ষিপ্ত জবাবেই তা স্পষ্ট৷ এ দিন এসএসকেএম হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করা চিকিৎসকরাও বলছেন, শরীর যতটা না খারাপ, তার থেকেও বেশি করে অবসাদ এবং হতাশা ধরা পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের চোখে মুখে৷
advertisement
advertisement
শরীর খারাপ হওয়ায় এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শারীরিক অবস্থার কথা জানতে চান৷ তখনই গাড়িতে বসে পার্থ বলেন, 'শরীর ভাল নেই, তবে ভাল থাকার চেষ্টা করছি৷'
এসএসকেএম হাসপাতাল সূত্রেও খবর, এ দিন পরীক্ষা করার সময় চিকিৎসকরা বার বার পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান, তাঁর শরীরে কী সমস্যা হচ্ছে? জবাবে প্রাক্তন মন্ত্রী শুধু বলেন, 'আমার শরীর ভালো নেই৷' যদিও নির্দিষ্ট ভাবে কী সমস্যা হচ্ছে, তা বলেননি পার্থ৷
advertisement
চিকিৎসকরা অবশ্য বলছেন, জেলে থাকাকালীন হাঁটাচলা কম হওয়ায় শরীরে রক্ত সঞ্চালন কমেছে৷ ফলে পার্থর পা ফোলার সমস্যা আরও বেড়েছে৷ এ দিন পায়ের এক্স রে করার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের থাইরয়েড, ইউরিক অ্যাসিড সংক্রান্ত রক্ত পরীক্ষা করা হয়৷ কিন্তু সর্বোপরি পার্থ চট্টোপাধ্যায়কে দেখে খুবই হতাশাগ্রস্ত এবং মনমরা মনে হয়েছে চিকিৎসকদের৷ যদিও পার্থর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee at SSKM: 'শরীর ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি', চিকিৎসকদের প্রশ্নেও জবাব এড়ালেন মনমরা পার্থ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement