Partha Chatterjee Health: যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত

Last Updated:

যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে, সেখানে যেন পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করা যায়, এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত
যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত
কলকাতা: এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে, সেখানে যেন পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করা যায়, এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই আবেদনের পর আগামিকাল সকাল ১১ টায় এসএসকেএম কর্তৃপক্ষের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের।
এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-এ চিকিৎসাধীন। এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তাঁর শারীরিক অবস্থা কেমন? কী হয়েছে তাঁর?
advertisement
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর রক্তে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রায় সমস্যা রয়েছে। এসএসকেএম সূত্রে খবর, এই অসুস্থতার মূল কারণ খাদ্যাভ্যাস বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ বয়স অনুযায়ী খাদ্যাভ্যাসের সংযম নেই পার্থ চট্টোপাধ্যায়ের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে প্রাক্তন মন্ত্রীর। হাসপাতালে আসার পর, খাবারে রুচি নেই তাঁর। শুক্রবার যদিও জোর করেই খাওয়ানো হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ড সূত্রে খবর, আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Health: যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement