Partha Chatterjee: 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে', রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ

Last Updated:

এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷

পার্থর দাবিতে চাঞ্চল্য৷
পার্থর দাবিতে চাঞ্চল্য৷
 #সাহ্নিক ঘোষ, কলকাতা: মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ঢুকতে ঢুকতে বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ হাসপাতাল থেকে বেরনোর সময় সেই পার্থ চট্টোপাধ্যায়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করলেন, 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে৷'
গতকালই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের মহাসচিব সহ বাকি সব পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করার কথা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতের নির্দেশ মতো মেডিক্যাল টেস্ট করানো হয় তাঁর৷ হাসপাতালে ঢোকার সময়ই মন্ত্রিত্ব এবং দলীয় পদ হারানো নিয়ে পার্থর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা৷ জবাবে পার্থ দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ তবে কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশদে তা বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
advertisement
advertisement
মেডিক্যাল টেস্ট শেষে বেরনোর সময় ফের পার্থ চট্টোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তখনই পার্থ বলেন, 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে৷' এর পরই পার্থকে গাড়িতে তুলে নিয়ে সিজিও-র উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অবশ্য প্রাথমিক ভাবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না৷ যা আশ্বস্ত করেছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে৷ কিন্তু তার পরেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেেপর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী৷ তাতেও সহমত পোষণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এর আগের দিন জোকা ইএসআই হাসপাতােল ঢোকানোর সময়ই তিনি স্পষ্ট করেছিলেন, নিজে থেকে মন্ত্রিত্ব ছাড়বেন না৷ কিন্তু মন্ত্রিত্ব যেতেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে', রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement